ফিরোজা বেগম স্মৃতি পদক পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী ও ফেরদৌসী রহমান

প্রতিবছর দেশের বরেণ্য একজন সংগীতশিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ প্রদান করা হয়। গেল দুই বছর অতিমারির কারণে বন্ধ ছিল এই পুরস্কার প্রদানের আয়োজন। সেকারণে এবার ২০২০ ও ২০২১ সালের পুরস্কার একসঙ্গে প্রদান করা হচ্ছে।
ফেরদৌসী রহমানকে ফিরোজা বেগম স্মৃতি পদক ২০২০ এবং সৈয়দ আব্দুল হাদীকে ২০২১ সালের জন্য মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ জুলাই ২০২২ বুধবার বিকাল সাড়ে চারটায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে বাংলাদেশের বরেণ্য সংগীত শিল্পী ফেরদৌসী রহমান এবং সৈয়দ আব্দুল হাদীকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ
উপমহাদেশের একজন খ্যাতনামা সংগীতশিল্পী ফিরোজা বেগম। তাকে স্মরণীয় করে রাখতে ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পুরস্কারের প্রবর্তন করা হয়।