শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
মুরাদনগরে খোলা সয়াবিন তেল বোতলজাত করে বিক্রি: এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা মৃত প্রবাসী কর্মীর পরিবারকে আর্থিক অনুদান সন্দ্বীপে গুপ্তছড়া সড়কে উচ্ছেদ অভিযানের পর নতুন সংকট: ২/৩ ফুট জায়গায় দেয়াল তুলছে মালিকপক্ষ, সংঘাতের আশঙ্কা। গাইবান্ধায় মাজারে মাদকসেবীদের আখড়া বন্ধের দাবীতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে পশুর হাট, ছোট গরুর চাহিদা বেশি এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির  অপ্রয়োজনীয় কল কমলে ৯৯৯ এর সেবা আরও দ্রুত পাওয়া যাবে বাংলাদেশে চীনা পরিবেশবান্ধব ই-বাইক বাজারজাতকরণের জন্য সমঝোতা স্মারক সই পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য ডেনমার্কে ২০৪০ সালে অবসরের বয়স হবে ৭০

বছরে অন্তত ৫০০ বিচারক নিয়োগের সুপারিশ

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

সরকারের নানা পদক্ষেপ সত্ত্বেও কাঙ্ক্ষিত হারে মামলাজট কমছে না। এ জন্য বিচারকের স্বল্পতাকে প্রধানত দায়ী করা হয়েছে আইন কমিশনের প্রতিবেদনে।

ওই প্রতিবেদনের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি তিন হাজার ১৮৬ জনের বিপরীতে যেখানে একজন বিচারক, সেখানে বাংলাদেশে প্রতি ৯৪ হাজার ৪৪৪ জনের বিপরীতে একজন বিচারক রয়েছেন। বিচারকস্বল্পতা নিরসনে পাঁচ হাজার বিচারক নিয়োগ দেওয়া জরুরি উল্লেখ করে বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রতিবছর অন্তত ৫০০ জন বিচারক নিয়োগের সুপারিশ করা হয়েছে ওই প্রতিবেদনে।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রতিবেদনটি নিয়ে আলোচনা শেষে সুপারিশ কার্যকর করার তাগিদ দেওয়া হয়েছে।

সংসদীয় কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে ওই বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল মজিদ খান, গ্লোরিয়া ঝর্ণা সরকার, সেলিম আলতাফ জর্জ ও খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশগ্রহণ করেন।

আইন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের উচ্চ আদালতসহ জেলা আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৪১ লাখ ৯৬ হাজার ৬০৩টি। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১৯ হাজার ১২৮টি, হাইকোর্টে পাঁচ লাখ ১৬ হাজার ৬৭৪টি এবং জেলা, দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালতে ৩৬ লাখ ৬০ হাজার একটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর