সিরাজগঞ্জে ট্রাক মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার

সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি ও পাবনা জেলা নগরবাড়ি ট্রাক মালিক সমিতি এবং শাহজাদপুর ট্রাক মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
ধর্মঘটের দ্বিতীয় দিনে সোমবার (২৯ আগস্ট) দুপুরে বাঘাবাড়ি নৌবন্দরে উপজেলা নির্বাহী অফিসারের সাথে ট্রাক মালিক, শ্রমিক ও বন্দর ব্যাবসায়িদের যৌথসভা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের আশ্বাসে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়। ফলে কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরগুলোতে। শুরু হয়েছে উত্তরাঞ্চলের সারসহ সকল পন্য পরিবহন শুরু হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, জ্বালানি তেলের মুল্য বৃদ্ধির সাথে ভাড়া সমন্বয় ও বন্দরের ট্রান্সপোর্ট ব্যাবসার নৈরাজ্য বন্ধের দাবিতে গতকাল রবিবার থেকে অনিদ্দিষ্টকালের ট্রাক ধর্মঘট শুরু করে সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি, নগরবাড়ী ট্রাক মালিক সমিতি ও শাহজাদপুর ট্রাক মালিক সমিতি। এতে সিরাজগঞ্জের বাঘাবাড়ি, পাবনা জেলার বেড়া ও নগরবাড়ি বন্দর থেকে উত্তরাঞ্চলে সার, খাদ্যপন্য ও সিমেন্ট সরবরাহ বন্ধ হয়ে যায়। সোমবার দুপুরে এই অচলাবস্থা কাটাতে তিনটি ট্রাক মালিক সমিতির প্রতিনিধি, বন্দর ও ট্রান্সপোর্ট ব্যাবসায়িদের নিয়ে যৌথ সভায় অনুষ্ঠিত হয়। সভায় আগামি সাতদিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেয়ায় ট্রাক ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেন মালিক-শ্রমিকেরা। ফলে দুপুর থেকেই উত্তরাঞ্চলের সারসহ সকল পন্য পরিবহন শুরু হয়েছে।