বাংলাদেশ-ভারত সীমান্তে ৪ শুল্ক স্টেশনে বাণিজ্য বন্ধ

সীমান্তের ওপারে বাংলাদেশবিরোধী বিক্ষোভের জের ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে চারটি শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকা শুল্ক স্টেশনগুলো হচ্ছে মৌলভীবাজারের চাতলাপুর ও বটুলি এবং সিলেটের জকিগঞ্জ ও শেওলা।
এর মধ্যে গত সোমবার (২ ডিসেম্বর) থেকে বন্ধ আছে জকিগঞ্জ ও শেওলা স্টেশনের কার্যক্রম।
এর আগে ২৭ নভেম্বর থেকে চাতলাপুর এবং ২৮ নভেম্বর থেকে বটুলি স্থল শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে শেওলা শুল্ক স্টেশনের ওপারে ভারতের সুতারকান্দিতে গত রোববার একদল বিক্ষোভকারী ‘বাংলাদেশ চলো’ কর্মসূচি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালান।
তবে সেখানকার পুলিশ ও বিএসএফের বাধায় তারা ফিরে যান। এসময় ওই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা।
সোমবার থেকে কোনো পণ্য শুল্ক স্টেশন দিয়ে আসেনি। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় জানিয়েছে, জকিগঞ্জ দিয়ে কেবল পণ্য আমদানি করা হয়, রপ্তানি হয় না।
তবে বিয়ানীবাজারের শেওলা, বটুলি ও চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি দু’টিই হয়।