শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম সন্দ্বীপে ঘর ভিটা জায়গা সংত্রুান্ত বিরোধ কে কেন্দ্র করে নিহত ১ আহত ২ পোগলদিঘা ইউনিয়নে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করলেন জামায়াত ইসলামী নেতা অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল ড. ইউনূস-মোদি বৈঠক দুই দেশের জন্য ‘আশার আলো’: মির্জা ফখরুল স্বেচ্ছায় করে রক্তদান, বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত সন্দ্বীপ চলমান পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সংবাদ সম্মেলন “মুরাদনগরে কিশোর গ্যাংয়ের উন্মাদনা: আইন-আদালতের অবহেলার মাঝে সাধারণ মানুষের আতঙ্ক” ভোলা চরফ্যাশন প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত ৬ জন আহত ময়মনসিংহের ক্লুলেস মামলার আসামী গ্রেফতার করেছে র‍্যাব-১৪ সেই গোসল মোশারফ করিমের ঈদের দিনের সবচেয়ে বড় উপহার

৩ লাখ টাকা বাজি ধরে এক লিটার মদপান, তরুণের মৃত্যু

অনলাইন ডেস্ক :
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

তিন লাখ টাকার বাজি ধরে মাত্র মাত্র ১০ মিনিটে এক লিটার মদপান করে এক চীনা তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হংকংভিত্তিক সংবাদমাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট।

মৃত ওই তরুণের নাম ঝাং। তিনি চীনের দক্ষিণ-পূর্ব গুয়াংডং প্রদেশের শেনজেনের একটি কোম্পানিতে কাজ করতেন। গত জুলাই মাসে অফিসের একটি ডিনার পার্টিতে এ ঘটনা ঘটে।

জুলাইয়ে সকল কর্মকর্তা ও কর্মচারীর জন্য ডিনার পার্টির আয়োজন করে ঝাংয়ের অফিস। সেখানে তারা সবাই যোগদান করেন। ওই পার্টিতে অফিসের বস ইয়াং মদ্পানের প্রতিযোগিতা রাখেন। ইয়াং ঘোষণা দেন যে ব্যক্তি মদ খেয়ে ঝাংকে হারাতে পারবে তাকে ২০ হাজার ইউয়ান (বাংলোদেশি টাকায় তিন লাখের বেশি) পুরস্কার দেওয়া হবে।

বসের এমন প্রস্তাবে ঝাং জানতে চান, যদি তিনি বাজিতে জিতে যান তাহলে তাকে কী পুরস্কার দেওয়া হবে। তখন ইয়াং বলেন, ঝাং জিতলে তাকেও ২০ হাজার ইউয়ান দেওয়া হবে। তবে তিনি হেরে গেলে ১০ হাজার ইউয়ান দিয়ে অফিসের সবাইকে বিকেলের চা পান করাতে হবে।

এরপর ঝাংয়ের সঙ্গে একে একে অনেকে লড়াই করেন। এমনকি ইয়াং তার গাড়িচালককে পর্যন্ত ঝাংয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়ে দেন।

এক অংশগ্রহণকারী বলেন, ঝাং ১০ মিনিটের মধ্যে প্রায় এক লিটার শক্তিশালী চীনা বাইজিউ (মদ) পান করেন। এরপরই তিনি মাটিতে পড়ে গেলে তাকে শেনজেন জুনলং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মদপানজনিত গুরুতর বিষক্রিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও হার্ট অ্যাটাক ধরা পড়ে তার। এরপর তাকে সুস্থ করতে অনেক চেষ্টা করা হলেও ৩ আগস্ট তিনি মারা যান।

মদপান নিয়ে এমন ঘটনার পরের দিনই ওই অফিসটি বন্ধ হয়ে যায়। এ ঘটনার তদন্ত করছে শেনজেন পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর