বান্দরবানে আদিবাসী নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও সমাবেশ

পার্বত্য জেলা বান্দরবান থানচি উপজেলার ২নং তিন্দু ইউনিয়নের মংখয় পাড়ায় (খেয়াং পাড়া) এক আদিবাসী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ মে ২০২৫ (মঙ্গলবার) সকালে ‘সাধারণ শিক্ষার্থী, খাগড়াছড়ি পার্বত্য জেলা’ ব্যানারে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা শহরের মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সাধারণ শিক্ষার্থী আকাশ ত্রিপুরা সভাপতিত্বে জবা ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদে কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা, সাধারণ শিক্ষার্থী উক্যনু মারমা, সুভাষ চাকমা, কৃপায়ন ত্রিপুরা, রকিন ত্রিপুরা ও কবিতা চাকমা সহ প্রমুখ।

বক্তারা অবিলম্বে এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাহাড়ে নারীরা আজ চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। কিছুদিন আগেই রাঙামাটির কাউখালীতেও এ ধরনের একটি ঘটনা ঘটেছে। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
সমাবেশে শিক্ষার্থীরা নারী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার ভূমিকার প্রত্যয় ব্যক্ত করেন।