সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশ যাত্রা নিয়ে উপহাস করায় হামলা, নিহত – ০১  দীর্ঘদিন আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রাজউকে আবেদন না করেই প্লট নেন শেখ হাসিনা ও ছেলে জয় পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ লেখা পুনঃপ্রবর্তন করলো বাংলাদেশ ২৪-এর গণঅভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে : প্রধান উপদেষ্টা আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি : আইন উপদেষ্টা নাটোরে মাদ্রাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বাবাকে খুঁজতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন দশ বছরের শিশু হোসাইন মিয়া ইসরাইলের আগ্রাসন ও ফিলিস্তিনিদের নির্মম গণহত্যার প্রতিবাদে বিশাল মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত।

বিএনপির এমপির পিএস যোগ দিলেন জামায়াতে

সংবাদদাতা জামালপুর : হাসান আলী
প্রকাশিত হয়েছে : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
বিএনপির এমপির পিএস যোগ দিলেন জামায়াতে
বিএনপির এমপির পিএস যোগ দিলেন জামায়াতে

জামালপর জেলার ইসলামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মো. আলী হোসেন দল পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে দলটিতে যোগদান করেন।

বিএনপির স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আলী হোসেন, অন্তত তিন দশকের অধিক সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ইসলাম পুর উপজেলা বিএনপির বর্তমান কমিটিতে তিনি চতুর্থ নম্বর সহ সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ইসলাম পুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শুরুতে আলী হোসেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বিএনপি নেতা আলী হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান বিষয়ে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মো. খলিলুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, ইসলাম পুর পৌর শহরের মণ্ডলপাড়ায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এসে বিএনপি নেতা আলী হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া আলী হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে আজ দলটিতে যোগদান করেছি।’

জামায়াতের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী বলেন, যেকোনো ব্যক্তি আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জামায়াত ইসলামীতে যোগ দিতে পারেন।

অপরদিকে, ইসলাম পুর উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা মো. আব্দুল ওয়াহাব বলেন, ‘রাজনীতি করা একান্তই ব্যক্তিগত বিষয়। আলী হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। আজ তিনি দল পরিবর্তন করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখান থেকে দু-একজন অন্য দলে যোগ দিলে এতে দলের তেমন কোনো ক্ষতি হবে না। তবে আলী হোসেন বিএনপির একজন নিবেদিত ও বলিষ্ঠ কর্মী ছিলেন।’

এ সময় জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী উপস্থিত ছিলেন। আলী হোসেন জামায়াতে ইসলামীতে যোগদানের পর সেখান থেকে জামায়াতের কয়েকটি বই আলী হোসেনের হাতে তুলে দেন ড. সামিউল হক ফারুকী। তিনি ইসলামপুর থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর