রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কোটি টাকার ইয়াবা লুট করেছে কক্সবাজারে,নৈপথ্যে ছদ্মবেশী রবিউল! আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা শহীদ মুজাহিদের মা-বাবা অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা বাজার পরিষ্কার পরিছন্নতা ও ড্রেনের কাজ চলমান মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে ৬ মাসের শিশু বাচ্চা স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী: পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মৌসুমীর

বিজয়নগরে সাংবাদিক পরিচয়েটাকা দাবি, গ্রেপ্তার যুবক

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
প্রকাশিত হয়েছে : রবিবার, ৯ মার্চ, ২০২৫
বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে টাকা দাবি, গ্রেপ্তার যুবক
বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে টাকা দাবি, গ্রেপ্তার যুবক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে টাকা দাবির ঘটনায় মোস্তফা মোহাম্মদ সজল (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সিঙ্গারবিল থেকে তাকে গ্রেপ্তারের পর মামলা দায়ের করে রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া মোস্তফা মোহাম্মদ সজল জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামের প্রয়াত মো, ইসমাঈল হোসেনের ছেলে। তবে মোস্তফা সজল পরিবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ায় বসবাস করেন।
পুলিশ ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা জানান, একটি পরিচালনা কমিটির মাধ্যমে সিঙ্গারবিল বাজার সিএনজি স্ট্যান্ড পরিচালিত হয়। দুই-তিনদিন যাবত টেলিভিশন সাংবাদিক পরিচয়ে অবান্তর কিছু অনিয়মের অভিযোগ তুলে টাকা দাবি করে মোস্তফা মোহাম্মদ সজল নামে ওই যুবক। ১০ হাজার টাকা দাবি করলে চালকরা অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে সজল সংবাদ প্রকাশের হুমকি দেয়। শনিবার দুপুরে মোটরসাইকেল যোগে এসে সে আবার টাকার দাবি করে। এক পর্যায়ে সে কোন টিভিতে কাজ করে জানতে চাওয়া হয়। এ সময় সজল অংসলগ্ন কথা বললে আটকে রাখা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রওশন আলী জানান, এ ঘটনায় সিঙ্গারবিল বাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে সজলকে গ্রেপ্তার দেখানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর