বুধবার, ১৪ মে ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীর পাঁচ তারা সহ বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, ঝুঁকিতে বসতভিটা ও স্থাপনা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে দীঘিনালার পারুলিয়্য বন আর্য্য সাধনা কুটিরে বুদ্ধ পূজা ও দান কার্যক্রম অনুষ্ঠিত গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। আত্রাইয়ে হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম চলছে গাইবান্ধায় চরাঞ্চলে ভূমিদস্যুদের শাস্তির দাবীতে ভূমিহীনদের মানববন্ধন এনবিআর ও আইআরডি ভেঙ্গে দুটি বিভাগ, অধ্যাদেশ জারি বড় সাফল্য পেতে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দৃষ্টি লিটনের শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে ট্রাম্প পরিবারের বিটকয়েন প্রকল্প চিকিৎসা সেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার প্রধান হিসেবে এ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস

বৈশাখী পূর্ণিমা উপলক্ষে দীঘিনালার পারুলিয়্য বন আর্য্য সাধনা কুটিরে বুদ্ধ পূজা ও দান কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
বৈশাখী পূর্ণিমা উপলক্ষে দীঘিনালার পারুলিয়্য বন আর্য্য সাধনা কুটিরে বুদ্ধ পূজা ও দান কার্যক্রম অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলাধীন ছোট মেরুং ইউনিয়ন ০৯ নং ওয়ার্ডের গবছড়ি এলাকার পারুলিয়্য বন আর্য্য সাধনা কুটিরে মহাকারুণিক গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উপলক্ষে সার্বজনীন বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, পিন্ডু দানসহ নানা ধর্মীয় দান কর্ম এবং ২৫৬৯তম বুদ্ধবর্ষ বরণ উপলক্ষে এক মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে ২০২৫) সকাল থেকে বিকাল পর্যন্ত দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাদের আয়োজনে ধর্মীয় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে অতিথিরা ভিক্ষুসঙ্ঘের প্রতি ফুল অর্ঘ্য অর্পন করেন।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি বিহারে বুদ্ধ মূর্তি দান এবং ভিক্ষুদের বস্ত্র দান করেন।

অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন পারুলিয়্য বন আর্য্য সাধনা কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ যুগত বংশ স্থবির, শ্রীমৎ অরিমানন্দ স্থবির এবং শ্রীমৎ শীল রক্ষিত স্থবির।

আলোচনা সভায় বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে মূল পিচ রাস্তা থেকে বিহার পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নসহ বিহারের সার্বিক উন্নয়ন কার্যক্রমে সহায়তার জন্য চেয়ারম্যান বরাবর আবেদন জানানো হয়।

এসময় চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা উত্থাপিত দাবিসমূহ গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের কথা জানান।

পরে তিনি স্থানীয় নারী, কিশোরী ও মহিলাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। এসময় উপস্থিত নারীরা ডেলিভারি রোগীদের উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবার জন্য পরিবার পরিকল্পনা ইউনিটসহ একটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের দাবি জানান। চেয়ারম্যান তাঁদের দাবির প্রেক্ষিতে আপাতত একটি মেডিকেল ক্যাম্প আয়োজনের প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতে একটি সুসংগঠিত প্রকল্পের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে কার্যকর উদ্যোগ গ্রহণের কথা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি ত্রিপন চাকমা, সাধারণ সম্পাদক কালি শংকর চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বিশ্বশান্তি কামনায় সাদা কবুতর উড়িয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর