ব্যাংকে গ্রাহকের গচ্ছিত অর্থ নিরাপদ রাখবে সরকার : গভর্নর

ব্যাংকে গ্রাহকের গচ্ছিত অর্থ নিরাপদ রাখতে উদ্যোগ নিচ্ছে সরকার। দুর্বল ব্যাংক একীভূত করার আগে সরকার এসব ব্যাংক অধিগ্রহণ করবে।
আজ রাজধানীর বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, ‘গ্রাহকদের চিন্তার কোন কারণ নেই। তারা শক্তিশালী ব্যাংকের অংশ হবেন।’
কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
গভর্নর বলেন, একীভূতকরণের আগে ব্যাংক রেজল্যুশন ফান্ড গঠনের জন্য অর্থ সংগ্রহ করবে কেন্দ্রীয় ব্যাংক।
তিনি আরও জানান, কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে বাধাগ্রস্ত করতে ব্যাংক হিসাব জব্দ করবে না বাংলাদেশ ব্যাংক।
অর্থপাচার বিষয়ে গভর্নর বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ১৮ থেকে ২০ হাজার কোটি মার্কিন ডলার পাচার হয়েছে। এই অর্থ ফেরত আনতে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে।
তিনি বলেন, বাংলাদেশ এর আগে কখনো পাচার হওয়া অর্থ ফেরত আনার অভিজ্ঞতা পায়নি। এখন আন্তঃমন্ত্রণালয় উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার প্রয়োজনীয় আইন ও বিধিমালা সংশোধন করবে। টাস্কফোর্সের ক্ষমতাও বাড়ানো হবে।
গভর্নর বলেন, এখন পর্যন্ত কোনো ব্যবসায়িক হিসাব জব্দ করা হয়নি। ব্যবসা পরিচালনায় কোনো বাধা সৃষ্টি করা হচ্ছে না। কেবল ব্যক্তিগত কিছু হিসাব জব্দ করা হয়েছে।
বাংলার সংবাদ/এস এম