ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার, চিন্হিত ছিনতাইকারী

ব্রাহ্মণবাড়িয়ায় সাকিবুল ইসলাম জয় (২৬) নামে এক যুবকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ মে) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পুনিয়াউট আনসার ও ভিডিপি অফিস এলাকায় ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জয় জেলা শহরের দক্ষিণ পৈরতলা শেখ জালাল মাজার এলাকার মামুন মিয়ার ছেলে। পুলিশের দাবি সে এলাকার চিহ্নিত ছিনতাইকারী।
খবরটি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে ৯৯৯ এর মাধ্যমে খবর পাই পুনিয়াউট ঝোপের মধ্যে একটি মরদেহ পড়ে আছে। এই খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করে। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এবং একটি চোখ উপড়ে ফেলা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত জয় এলাকার চিহ্নিত ছিনতাইকারী ছিলেন। তার বিরুদ্ধে থানায় ৫টি মামলা চলমান রয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।