শনিবার, ১০ মে ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে ব্রহ্মপুত্রের করাল গ্রাসে বিলীন সোনাপুর-খেওয়ারচর এবং বসত বাড়ি ঘর। সন্দ্বীপ হরিশপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুধী সমাবেশ অনুষ্ঠিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার : চিফ প্রসিকিউটর কুড়িগ্রামে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ এই প্রজন্মই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষাকবচ : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আগামী দুইদিন দেশের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে চরফ্যাশন নুরাবাদ ইউনিয়নে বৌবাজার ঘাট নিয়ে চৌধুরী মাঝিকে নির্যাতনের অভিযোগ নবীগঞ্জে পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা আজিজুর গ্রেপ্তার উলিপুরে আল্লাহ ও নবী-রাসুল‌দের নি‌য়ে কুটূ‌ক্তির অভিযোগে যুবক আটক

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ৯ মে, ২০২৫
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ১৬ জন চিকিৎসকের অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র ৪ জন চিকিৎসক। এতে করে স্বাস্থ্যসেবায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে যখন রোগীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি থাক

বর্তমানে প্রতিদিন অন্তঃবিভাগে ভর্তি থাকেন প্রায় ৩৫ থেকে ৫০ জন রোগী। এর পাশাপাশি বহিঃবিভাগ, জরুরি বিভাগ এবং আরএমও’র কক্ষে প্রতিদিন সেবা নিতে আসছেন বিপুল সংখ্যক মানুষ। অল্প সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দিয়ে এত রোগীকে সেবা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “যে ক’জন চিকিৎসক আছেন, তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন মানসম্পন্ন সেবা দেওয়ার জন্য। আমরা সীমিত জনবল নিয়েও সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। উর্ধ্বতন কর্তৃপক্ষ শূন্যপদ পূরণের ব্যাপারে সক্রিয় রয়েছেন। আশা করছি খুব শিগগিরই সমাধান হবে।”

তিনি আরও জানান, কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস সম্প্রতি ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি জনবল সংকট ও যন্ত্রপাতির ঘাটতি দূরীকরণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের সঠিক সময়ে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় দ্রুত পদগুলো পূরণ এবং স্বাস্থ্যকর্মী সংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর