ভারত পাকিস্তান সীমান্তে উত্তে/জনায় বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুর জিরো লাইনে বিজিবি-বিএসএফ কমান্ডার বৈঠক

ঝিনাইদহের, মহেশপুর সীমান্তে বিজেপি বিএসএফের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সীমান্তের পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক সীমান্তে হত্যা না হওয়া, মানব পাঁচার রোধ,মাদক চোঁরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা সহ সীমান্তের সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় মহেশপুর (৫৮) বিজিবির অধীনস্থ মেদিনীপুর (বিও পি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিপরীতে চ্যাঁংখালি নামক স্থানে ঘন্টা ব্যাপি ব্যাটালিয়ন ও কমান্ডো পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি পক্ষে মহেঁশপুর (৫৮) বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট রফিকুল আলম বিএসসি ও স্টাপ অফিসার সহ (১২) জন প্রতিপক্ষ (৩২) ব্যাটালিয়ান বিএসএফের কমান্ডেন্ড সুজিদ কুঁমার। অফিসার সহ (১২) জন অংশগ্রহণ করে।
বিভিন্ন বিষয়ে আলোচনার পরে উভয়ে ব্যাটালিয়ন কমান্ডার বিজিবি বিএসএফের উপস্থিতিতে সকল সদস্য সীমান্তের জিরো লাইন ধরে তিন কিলোমিটার পায়ে হেঁটে পরিদর্শন করেন ।
পরিশেষে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রেখে সোহায্যপুর্ন পরিবেশে সাক্ষাৎ সমাপ্ত হয়।