শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা আগামীকালের ‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে হেফাজতের আহ্বান ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা ফুলবাড়িয়া ইজারাপাড়া হাফেজিয়া মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরে প্রবীণ শিক্ষক সাদা মনের মানুষ আঃ বারেক আকন মাষ্টার চিরনিদ্রায় শায়িত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায়সাংবাদিকদের মানববন্ধন ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায় আশুগঞ্জে সাংবাদিকের উপরহামলা, মামলা দায়ের আন্দোলনে বিজয়ের দিন শহীদ হন হতভাগা হাসিবুর আত্রাইয়ে কৃষকদের বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

ভারত-বাংলাদেশের অভিন্ন আত্মার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ দিনের

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

পাইকগাছায় হাজারো মতুয়া ভক্তদের উপস্থিতিতে ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দ্র জিৎ সাগর বলেছেন, ভারত-বাংলাদেশের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ দিনের ও অভিন্ন আত্মার সম্পর্ক। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার খালিয়ারচক হরিগুরু-গোপাল চাঁদ সেবাশ্রমে ২৫-২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় তিন দিনব্যাপী দক্ষিণ-পশ্চিম আঞ্চলিক মহাসম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪৩শ’ কিলোমিটার সীমান্ত রেখার কথা উল্লেখ করে তিনি আরোও বলেন, বংশপরম্পরা ধর্মীয় বন্ধন, শিক্ষা সংস্কৃতি, চিকিৎসাসেবাসহ দুই দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ বৃদ্ধি পেয়েছে। পারস্পরিক সফরে দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হয়েছে।

আয়োজক কমিটির সভাপতি মতুয়াচার্য্য শিবপদ মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরম আর্শীবাদক মহা-মতুয়াচার্য্য সুব্রত ঠাকুর ও ভারতের শিক্ষারত্ন পদ্মশ্রী পদকে ভূষিত কাজী মাসুদ আক্তার বলেন, মতুয়া মতাদর্শ, ধর্ম-দর্শন জাত-পাতের বেড়াজালের ঊর্ধ্বে ও খুবই সহজ-সরল। মতুয়া প্রেমের ভক্তি ও ভালো বাসায় মানুষকে সহজে কাছে টেনে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে। যুগের পর যুগ ধরে এ মতাদর্শের প্রচার-প্রসার ঘটায় বাংলাদেশও ভারতসহ বিশ্বে মতুয়াভক্তদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

শ্রীধাম লক্মীখালীর মতুয়াচর্য্য সাগর সাধু ঠাকুরের পরিচালনায় সম্মেলনে আরোও বক্তব্য রাখেন, ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সংস্কৃতি মোর্চার যুগ্ম সম্পাদক শ্রীমতি দেবরতী মিত্র, খুলনা জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবি, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা রতন মিত্র, মতুযাচার্য্য ধ্রবজ্যোতিসহ অনেকে। এ সম্মেলন উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা, দীক্ষাদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর