ভূমিদস্যু চক্রের কবলে ঈদগাঁও: একাধিক মামলার আসামি জাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন এলাকায় একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্রের তৎপরতা স্থানীয় জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এই চক্রের অন্যতম হোতা হিসেবে উঠে এসেছে মো. জাহেদ নামক এক ব্যক্তির নাম, যিনি পিতা মৃত মোজ্জাম্মেলের সন্তান। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট একাধিক অভিযোগে জানা গেছে, জাহেদ একাধিক মামলার আসামি এবং ভূমিদস্যুতার সঙ্গে সরাসরি জড়িত।
তথ্য অনুযায়ী, মো. জাহেদ ঈদগাঁও থানায় দায়েরকৃত অগ্নিসংযোগ ও ৫ আগস্টের ছাত্র হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা নং ৩৪৪/জিআর-এর অন্তর্ভুক্ত আসামি। এই মামলার তদন্ত এখনো চলমান। অভিযোগ রয়েছে, তিনি দলীয় পরিচয় ব্যবহার করে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখল ও নানা ধরনের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
জাহেদের ভাই কুকু, স্থানীয়ভাবে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার সুবিধা নিয়ে প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর দাবি, তিনি জেলা প্রশাসনের কাছে প্রকৃত তথ্য গোপন করে দুর্যোগ সহায়তার নামে এক লক্ষ টাকা গ্রহণ করেছেন, যা নীতিনৈতিকতার চরম লঙ্ঘন।
এদের সহযোগী হিসেবে চিহ্নিত হয়েছেন মৃত ইউনুসের পুত্র বেলাল উদ্দিন ওরফে বেলাল। পেশায় টমটম চালক হলেও, তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা ও ইয়াবা পাচারের অভিযোগ। এছাড়া ভূমি দখলের ঘটনাতেও তার সম্পৃক্ততা স্পষ্টভাবে উঠে এসেছে স্থানীয় অভিযোগে। বহুদিন ধরে বেলাল এলাকাজুড়ে ভীতি ও প্রভাব বিস্তার করে দখলবাজিতে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, এসব অপরাধী প্রশাসনের একটি অংশের নীরবতা এবং রাজনৈতিক ছত্রছায়ায় আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে ঈদগাঁও থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এই চক্রের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি হয়ে উঠেছে।