ময়মনসিংহ মেডিকেলে র্যাবের অভিযানে এক নারীসহ ১৪ দালালকে আটক ও জরিমানা

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসে অসংখ্য মানুষ। সাধারণ মানুষকে প্রায় সময়ই বিভিন্ন বিষয়ে বিড়ম্বনায় পড়তে হয়। ২২ এপ্রিল ( মঙ্গলবার) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় দুই ঘন্টা ব্যাপী র্যাব একটি অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান কোম্পানি কমান্ডার সিপিএসসি, র্যাব-১৪ ও বিজ্ঞ নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। এসময় তাঁরা হাসপাতাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ (চৌদ্দ) জন দালালকে আটক করেন। পরবর্তীতে বিভিন্ন মেয়াদে দালালদের অর্থ ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আসামীদের দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্ট আইন-২০০৯ এবং দন্ডবিধি ১৮৬০ এর ধারা ১৮৬ অনুযায়ী ১২ জনকে দুই মাসের বিনাশ্রম জেল এবং ১ জনকে অনুযায়ী এক মাস ও অপর আরেক জনকে ১৫ দিনের বিনাশ্রম জেল প্রদান করা হয়।
অভিযানে আটককৃত দালালরা হলেন মন্টু মিয়া (২৫),মোঃ মাসুদ (৪৫),মোঃ আলাল উদ্দিন (৬০), বিজয় দাস (৫০), আকাশ (২৪),সোবাহান মিয়া (৬৫),সুমন মিয়া (৩০),শাহাদাত হোসেন বাবু (৩৫), সাকিব হোসেন আলিফ (২৪),আনিস হোসেন রকি (৩৫),হামিদুল ইসলাম রবিন (৩০),সাদ্দাম (২৯),পারভিন (৩৫),মোঃ আশরাফুল(২৭)।
অভিযান শেষে কর্মকর্তারা জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে দালাল মুক্ত করতে র্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।