মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হবিগঞ্জে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন শায়েস্তাগঞ্জ থানার দিলীপ কান্ত নাথ সরিষাবাড়ী দীর্ঘসময় বিদ্যুৎবিচ্ছিন্নতা: জনদুর্ভোগ চরমে মহেশপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার হবিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি: অলিপুর বাজারের ৪ ব্যবসায়ীকে জরিমানা সন্দ্বীপে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক কমিউনিটি সভা অনুষ্ঠিত রাজৈর খালিয়া ইউনিয়নের ফ্যাসিবাদী আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল বি,এন,পি কে চাঁদাবাজ বলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরিতে সেনাবাহিনীর ‘ডেভিল হান্ট’ অভিযান: ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার! গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে নিহত ব্যক্তির পরিবারের পাশে জামায়াতের এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার টাপেনটাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত

মহেশপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার

সজিব মিয়া, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : সোমবার, ১৯ মে, ২০২৫
মহেশপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার

মহেশপুর (৫৮ বিজিবি) ব্যাটালিয়নের পৃথক অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, ভারতীয় মদ, যৌন উত্তেজক ওষুধ এবং ভারতীয় আমসহ একটি ট্রলি গাড়ি জব্দ করা হয়েছে। অভিযানে কাউকে আটক করা না গেলেও চোরাচালান ও মাদকপাচার রোধে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৯ মে) দুপুর ১২টা ৪০ মিনিটে উথুলী বিওপি এলাকার সন্তোষপুর কবরস্থানের পাশের একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে ১.১৯১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. শহর আলী।

এর আগে রোববার (১৮ মে) বিকেল ৫টার দিকে রাজাপুর বিওপি এলাকার মানিকপুর গ্রামের একটি পেয়ারা বাগানে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেন।

একই দিনে রাত ১১টা ৪০ মিনিটে সিংনগর গ্রামের একটি মাঠ থেকে আরও ১৩ বোতল ভারতীয় মদ এবং ৪০০টি যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়। এ অভিযানও পরিচালনা করেন হাবিলদার মো. শহর আলী।

সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে নতুনপাড়া বিওপি এলাকার নতুনপাড়া গ্রামে মো. মাইনুল হোসেনের আম বাগানে অভিযান চালিয়ে ৯৫০ কেজি ভারতীয় আম, ৪৩টি প্লাস্টিক ক্যারেট এবং একটি ট্রলি গাড়ি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদ।

মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর