মহেশপুর সীমান্তে বি” এস এফে”র গু”লি, কৃষক আহত।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় বিএসএফ আবার গুলি চালিয়েছে। এতে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।
আহত কৃষকের নাম রিয়াজ (২০)। তিনি মহেশপুর উপজেলার পেপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
আহতের চাচাতো ভাই সুমন জানান, বৃষ্টিতে ক্ষেতে পানি জমে যাওয়ায় সুমন তা নিষ্কাশনের জন্য পেপুলবাড়িয়া সীমান্তের জিরো পয়েন্টের কাছে নিজ জমিতে গিয়েছিলেন বৃহস্পতিবার রাত ৮টার দিকে। পানি নিষ্কাশনের সময় ওপারে সীমান্তের বি এস এফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে জ্ঞান হারান রিয়াজ। গুলির শব্দ শুনে গ্রামবাসী সেখানে গিয়ে রিয়াজকে উদ্ধার করে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ইমন হোসেন জানান, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু স্প্লিন্টার বের করা হয়েছে। কিন্তু কিডনির পাশ দিয়ে গুলি ঢুকে যাওয়ায় অস্ত্রোপচার করতে হবে। লাইফ সাপোর্ট দেয়ার সুবিধা যশোরে নেই। তাই রিয়াজকে ঢাকায় রেফার করা হয়েছে।
তার চাচাতো ভাই সুমন জানান, শুক্রবার ভোর ৬টায় তারা রিয়াজকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছেন।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম আজ সকালে আমার দেশকে বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই। খবর নিয়ে দেখতে হবে।’
মো. সুমন জানান, বিএসএফের গুলিতেই যে তার চাচাতো ভাই রিয়াজ আহত হয়েছেন, এ ব্যাপারে তারা নিশ্চিত।