রবিবার, ০৪ মে ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক মন্ত্রনালয় গঠণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেরপুরে পারিবারিক শত্রুতার জেরে যুবককে নৃশংসভাবে হত্যা, যৌনাঙ্গ কর্তন করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ মোড়েলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বড়াইগ্রামে এল এলপি ডিপ স্থাপনের দাবিতে মানববন্ধন ঝিনাইদহ -মহেশপুর, অনুমানিক সন্ধা ৬ সময় একটি মালবাহি ট্রাক ও নসিমন মূখোমূখি সংঘর্ষে আহত হয় নসিমন চালক। মহেশপুর সীমান্তে মাদকসহ আটক ২, অবৈধ পারাপারের সময় নারী-শিশুসহ আটক ৪৫ নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছাত্রের আত্মহত্যা দেশের মানুষ এখনো আর্সেনিকযুক্ত পানি পান করছে: সমাজকল্যাণ উপদেষ্টা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে কার্যক্রম নিষিদ্ধ করতে হবে : নাহিদ ইসলাম চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে রফতানি কার্যক্রমে যুগান্তকারি পদক্ষেপ

মহেশপুর সীমান্তে মাদকসহ আটক ২, অবৈধ পারাপারের সময় নারী-শিশুসহ আটক ৪৫

সজিব মিয়া, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : রবিবার, ৪ মে, ২০২৫
মহেশপুর সীমান্তে মাদকসহ আটক ২, অবৈধ পারাপারের সময় নারী-শিশুসহ আটক ৪৫
মহেশপুর সীমান্তে মাদকসহ আটক ২, অবৈধ পারাপারের সময় নারী-শিশুসহ আটক ৪৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে ও আগের দিন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৪৫ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টাকালে আটক করা হয়।

শুক্রবার সকালে বিজিবি-৫৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর সাড়ে ছয়টার দিকে মাটিলা বিওপি এলাকায় অভিযান চালিয়ে মাথাভাঙ্গা পাড়ার দুই বাসিন্দা—আবদুল হামিদ (৫০) ও শিমুল হোসেনকে (২২)—২০ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়।

এর আগে গতকাল সন্ধ্যা থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে মহেশপুর ব্যাটালিয়নের আওতাধীন পলিয়ানপুর, শ্যামকুড়, খোশালপুর ও কুসুমপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী-শিশুসহ আরও ৪৩ জনকে আটক করে বিজিবি। তাঁদের মধ্যে কক্সবাজার, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ এবং নোয়াখালী জেলার বাসিন্দারা রয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের মধ্যে অনেকেই নারী ও শিশু, যারা অনুপ্রবেশের চেষ্টার সময় ধরা পড়েন। আজ ভোর ৫টা ১০ মিনিটে খোশালপুর সীমান্তে মান্দারতলা মাঠ এলাকা থেকে একসঙ্গে ১৭ জন (নারী-৮, শিশু-৯) এবং এর কিছুক্ষণ পর কুসুমপুর সীমান্তে আরও ১০ জন (পুরুষ-২, নারী-৩, শিশু-৫) আটক হন।

অন্যদিকে, শ্যামকুড় সীমান্তের মাইলবাড়িয়া মাঝিপাড়া থেকে সকাল ৮টার দিকে নিয়মিত টহলের সময় ৮ জনকে (পুরুষ-৬, শিশু-২) আটক করা হয়। আটক পুরুষদের মধ্যে রয়েছেন খুলনা, নড়াইল, গোপালগঞ্জ ও নোয়াখালীর বাসিন্দারা।

মহেশপুর বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, আটককৃত সব বাংলাদেশি নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে অবৈধ পারাপার ও মাদক চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর