মাদারীপুরে প্রবীণ শিক্ষক সাদা মনের মানুষ আঃ বারেক আকন মাষ্টার চিরনিদ্রায় শায়িত

আমেরিকা প্রবাসী কবি, সাহিত্যিক, উপন্যাসিক মাদারীপুর সদরের হাউসদি গ্রামের কৃতি সন্তান গোলাম রব্বানী সোহাগ এর পিতা আঃ বারেক আকন মাষ্টার ১১ এপ্রিল (৮০) শুক্রবার সকালে তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন। তিনি হাউসদি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবার আকন বংশের একজন মুরুব্বী অভিভাবক ও পেশায় মানুষ গড়ার কারিগর একজন আদর্শ শিক্ষক ছিলেন। দীর্ঘ শিক্ষকতার পেশায় থাকাকালীন সময়ে তিনি সে অঞ্চলের বহু মানুষ-কে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নৈতিক শিক্ষা দানের মাধ্যমে প্রকৃত মানুষের মতো মানুষ করে গেছেন বলে তার জানাযায় আগত হাজার-হাজার মুসল্লিদের মধ্যে সে বিষয়টি পরিস্ফুটিত হয়ে ওঠে। মরহুম আঃ বারেক আকন মাষ্টার শুধু একজন আদর্শ শিক্ষক-ই ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজসেবক, সৎ, ঈমানদার, ন্যায়বিচারক এবং অত্যন্ত সাদা মনের মানবতাবাদী মানুষ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। আমেরিকা প্রবাসী তার বড় সন্তান কবি, সাহিত্যিক ও উপন্যাসিক গোলাম রব্বানী সোহাগ আকন তার পরিবারে অন্যান্য সদস্যদের পাশাপাশি আমেরিকা থেকে এক ভিডিও বার্তায় জানাযায় আগত সবার কাছে তার মরহুম পিতার জন্য ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া প্রার্থণা করেছেন।