শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার ‎গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান রফিকুলের ‎বিচারের দাবিতে সাঁওতালদের সমাবেশ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার – ০১ কসবায় চাচাতো ভাই খুনের ঘটনায় অভিযুক্ত শাওন ফকির ঢাকায় গ্রেফতার সন্দ্বীপে ফেসবুক পোস্ট শেয়ার কে কেন্দ্র করে হামলার অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন আমরা একদিন কাজ না করলে এক বেলা খেতে পারি না হামারে আবার কিসের দিবস উলিপুরে মহান মে দিবস পালিত পদুয়া ও লোহাগাড়ায় নতুন ডাকাত চক্রের তৎপরতা: শিশু ও নারীর কণ্ঠে কৌশলী ফাঁদ, এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান আবেগের কফিনে গাঁথা এক জীবনের কবরগাথা গাইবান্ধার ফুলছড়িতে অস্ত্র মামলার পলাতক আসামিকে এলাকাবাসী মারধর করে পুলিশের কাছে সোপর্দ পরশুরামে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসন ও বিভিন্ন বেসিক ইউনিয়নের উদ্যোগে পালিত হলো মহান মে দিবসের অনুষ্ঠান

মোঃ ফায়েজুল শরীফ, মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ২ মে, ২০২৫
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসন ও বিভিন্ন বেসিক ইউনিয়নের উদ্যোগে পালিত হলো মহান মে দিবসের অনুষ্ঠান
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসন ও বিভিন্ন বেসিক ইউনিয়নের উদ্যোগে পালিত হলো মহান মে দিবসের অনুষ্ঠান

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে পালিত হলো মহান মে দিবসের বিভিন্ন কর্মসূচী ও আলেচনা সভা। পহেলা মে বৃহসপতিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসন, মাদারীপুর জেলা শ্রমিক দল, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, মাদারীপুর শ্রমিক কল্যাণ ফেডারেশন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, হকার্স শ্রমিক ইউনিয়ন,কুলি শ্রমিক ইউনিয়ন, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য বেসিক ইউনিয়ন তাদের নিজ-নিজ দপ্তর থেকে উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্যরেলী ও পদযাত্রার আয়োজন করে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল সহকারে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে মাদারীপুর জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার এর সভাপতিত্বে মহান মে দিবসের এক আলোচনা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে। যেখানে প্রতিপাদ্য বিষয় ছিলো “শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে”। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা তন্বী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপসচিব হাবিবুল আউয়াল, সিভিল সার্জন ডাঃ মোঃ শরীফুল আবেদীন কমল, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা,এনডিসি রিজভী আহম্মেদ সবুজ, মানবাধিকার কর্মী ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ ফায়েজুল শরীফ, ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সভাপতি সরোয়ার হোসেন হাওলাদার সহ অন্যান্য বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাংবাদিক ও মানবাধিকার কর্মী সাবেক শ্রমিক নেতা ফায়েজুল শরীফ তার বক্তব্যে- শ্রমিকের ন্যায্য অধিকার, শ্রমিক নিরাপত্তা, শ্রমিকের ন্যায়সঙ্গত মুজুরী বৃদ্ধি, বৃদ্ধ বয়সে শ্রমিকের পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক রেশনিং ব্যবস্থা চালু সহ মাদারীপুরের বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন জুট মিল, টেক্সটাইল মিল, মিল্কভিটা ও দুগ্ধ খামার মিল সহ অন্যান্য কর্মসংস্থানমূলক শিল্প-কলকারখানা চালুর জন্য জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের প্রতি আহবান জানান। জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার শ্রমিক নেতৃবৃন্দ সহ সকলের বক্তব্য মনোযোগ সহাকারে শোনেন এবং তিনি তার বক্তব্যে বলেন, শ্রমিকরা হলো এদেশের চালিকা শক্তি, একটি দেশের দেহ, উৎপাদনের মূল কারিগর আর সরকারের অবিচ্ছেদ্য অঙ্গ। শ্রমিকের কর্মঘন্টা, ন্যায্য মুজুরী, শ্রমিক নিরাপত্তা, শ্রমিকের জীবন-মান উন্নয়ন, সাহায্য-সহযোগিতা ইত্যাদির উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে এবং সরকারের নির্দেশনা মোতাবেক আমরা রয়েছি আপনাদের পাশে। সরকারের পাশাপাশি মালিক-শ্রমিক মিলে মিশে কাজ করে এদেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি সবাইকে আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর