মাদারীপুরে শ্রমিকদল নেতা শাকিল মুন্সী হত্যার আসামীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সী হত্যার সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ই এপ্রিল শনিবার সকালে শহরের পৌর কমিউনিটি সেন্টারে বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সদস্য ও অন্যতম নেতা কে,এম তোফাজ্জেল হোসেন সান্টু খানের সভাপতিত্বে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে মাদারীপুর জেলা বিএনপি সহ এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এসময় নিহত শাকিল মুন্সীর স্ত্রী জান্নাতুল ফেরাউস, নাবালক সন্তান, মাতা ও উক্ত হত্যা মামলার বাদী শাকিল মুন্সীর আপন বড় ভাই হাচান মুন্সী সহ টিভি, পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় সংবাদ ব্রিফিং করেন বিএনপি’র অন্যতম নেতা ও প্রতিষ্ঠাকালীন সদস্য কে,এম তোফাজ্জেল হোসেন সান্টু খান। তিনি বলেন, গুম, খুনী, পতিত স্বৈরাচারী, ফ্যাসিষ্ট, গনতন্ত্র হত্যাকারী ও এদেশ থেকে ভারতে স্বদল-বলে পালিয়ে যাওয়া আওয়ামীলীগের দলীয় নেত্রী ও দেশ থেকে পালাতে ব্যর্থ হওয়া রেখে যাওয়া দোসর মন্ত্রী-এমপিদের লুটপাট করা টাকায় এখন দেশের মধ্যে অস্থিরতা,গুজব, খুন-খারাবি তৈরী হচ্ছে এবং সেই ফাঁদে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য পা দিয়েছে আমাদের দলের মধ্যে থাকা দু-একজন নেতা-কর্মী। যারা দলের জন্য অত্যন্ত ক্ষতিকর, বিষফোড়া। তিনি আরো বলেন, হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে মাদারীপুরের কিছু নেতা এসবের ফাঁদে পা দিয়েছেন, যা গজবলীগ আওয়ামীলীগকে পুনর্বাসিত করছে এবং যে কারণে সম্প্রতি শাকিল মুন্সী ও বোরহান সরদার এর মতো পরীক্ষীত ও ত্যাগী বিএনপি’র নেতা-কর্মী হত্যার কারণ। এছাড়াও মাদারীপুরে অল্প সময়ের মধ্যে ১২ টি খুনের ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত চিন্তার বিষয়। তিনি দলীয় হাইকমান্ড-কে এবিষয়ে তদন্ত করে দলের স্বার্থের চাইতে নিজের ব্যক্তিস্বার্থ-কে বড় করে দেখা-এসব নেতার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার জন্য সংবাদ সম্মেলনে আহবান জানান। সেই সাথে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ঐ হত্যাকান্ডের সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান।