মাধবপুর উলামা ত্বলাবা ঐক্য পরিষদের গরুর গোশত বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বিজয়নগর থানার চর ইসলামপুর ইউনিয়নস্থ “মাধবপুর উলামা ত্বলাবা ঐক্য পরিষদ” এর পক্ষ থেকে গরি ব ও অসহায়দের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানটি মাধবপুর জামে মসজিদের সামনে হাফেজ মুস্তাকিম বিল্লাহ এর সঞ্চালনায় মুফতি কবির হুসাইন কাসেমী এর সভাপতিত্বে শুরু হলে এতে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর রহমান, হাফেজ দেলোয়ার,হাফেজ মাওলানা মিজানুর রহমান,সিদ্দিকিয়া নুরে মদিনা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ শাহ আলম,কোট্টাপাড়া হেলালিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সোহাইল, উক্ত সংগঠনের সেক্রেটারি হাফেজ মাওলানা মুজাম্মেল হক জামি, সাংগঠনিক সম্পাদক মুফতি আবু তালহা রাহমানী,অর্থ সম্পাদক: মাওলানা মনির হোসাইন,
মাস্টার আবুল খায়ের,সালাহউদ্দিন কিবরিয়া,জনাব লস্কর,জনাব আব্দুর রহমান,জনাব আবু তাহের,জনাব ধন মিয়া, জনাব শাহ জাহান, জনাব বজলুর রহমান, জনাব খোকন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ।
এসময় সভাপতির বক্তব্যে মুফতি কবির হুসাইন ক্বাসেমী বলেন, মাধবপুর উলামা ত্বলাবা ঐক্য পরিষদের প্রতিষ্ঠার পর থেকে আমরা নিরলসভাবে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমাদের লক্ষ্য একটাই- ইসলামি শিক্ষা, নৈতিকতা ও মানবতার আলো ছড়িয়ে দিয়ে একটি উন্নত, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা।
তিনি বলেন, আমাদের সংগঠন ইতোমধ্যে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে, যার মধ্যে রাস্তা সংস্কার, বৃক্ষরোপণ, দরিদ্রদের সহায়তা, রমজান ও ঈদুল ফিতরে বিশেষ ত্রাণ কার্যক্রম অন্যতম। এসব কাজ আমাদের দায়িত্ববোধের অংশ, যা কেবল দুনিয়ায় নয়, আখিরাতেও কল্যাণ বয়ে আনবে, ইনশাআল্লাহ।
তিনি উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলেন, আমাদের সংগঠন কেবল একটি প্ল্যাটফর্ম নয়, বরং এটি একটি আন্দোলন, যা সমাজের প্রতিটি স্তরে ন্যায়, সততা ও কল্যাণ প্রতিষ্ঠায় কাজ করছে। তাই আসুন, আমরা এক হয়ে এই মহতী উদ্যোগের অংশ হই এবং কল্যাণের পথে নিজেদের নিবেদিত করি।
সাংগঠনিক সম্পাদক মুফতি আবু তালহা রাহমানী উক্ত সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে বলেন,
মানবতার সেবাই আমাদের ব্রত! মাধবপুর উলামা ত্বলাবা ঐক্য পরিষদ প্রতিষ্ঠার পর থেকে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো, চলাচলের সুবিধার্থে এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ মেরামত করা। ধর্মীয়, নৈতিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা। দরিদ্র পরিবারের মাঝে খাবার ও পোশাক বিতরণ করে তাদের সহায়তা করা। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই-খাতা ও অন্যান্য শিক্ষা সামগ্রী প্রদান। বন্যা, ঝড় বা অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ। গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতি বছর গরু জবাই করে গোশত বিতরণ। বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা সহ মানবকল্যাণে কাজ করে যাওয়া।