মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় ” মানাফ স্মৃতি সংসদ ” কর্তৃক * প্রিয় সলঙ্গার গল্প * পেল বিশেষ সম্মাননা স্মারক

সিরাজগঞ্জ মানব সেবামূলক সংগঠন ” মানাফ স্মৃতি সংসদ ” এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (৩০ সেপ্টেম্বর ) বিকেল ৩ টায় সিরাজগঞ্জ শহিদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আলোচনা,সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ( মেডিসিন বিভাগ) জনাব ডা. এম.আব্দুল্লাহিল কাফীর সভাপতিত্বে ও প্রকৌশলী এম.এম.মাহমুদুুন্নবীর সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জনাব শফিকুল ইসলাশ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌ. জনাব মোঃ আসাদ হালিম,সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব প্রফেসর মোঃ আব্দুল জব্বার,মানাফ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ডা. মোঃ গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ সেচ্ছাসেবীদের আইকন মামুন বিশ্বাস ।
এছাড়া বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তি বর্গ এ সময় উপস্থিত ছিলেন। মানব কল্যাণে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ প্রধান অতিথি প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপের সভাপতি কে.এম.আমিনুল ইসলাম হেলালের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ ছাড়াও অনুষ্ঠানে মানব কল্যাণে বিশেষ গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করার জন্য জেলার ১২৮ ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।