বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে শিক্ষক ও ছাত্রকে মারধর করলেন অভিভাবক সন্দ্বীপে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ ঝিনাইদহ -৩ আসনের সাবেক এমপি ও মহেঁশপুর কোটচাঁদপুরের সাবেক এমপি নবী নেওয়াজকে পাঁচদিনের রিমান্ডে জুলাইয়ের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ বা অ্যাকশন প্ল্যান ঘোষণা করবে ইসি  বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় সালিসে ধার্য করা জরিমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত – ২০ ৬ দফা দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ বিক্ষোভের মধ্যেই সার্বিয়ায় নতুন সরকার ‘হুমকি ও ব্ল্যাকমেইল’ বন্ধ করতে হবে ওয়াশিংটনকে : বেইজিং ২০২৮ অলিম্পিকে ক্রিকেট ভেন্যুর নাম ঘোষণা

মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ১১ জন নিহত

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি লেভেল ক্রসিংয়ে উঠে পড়া পর্যটকবাহী মাইক্রোবাসে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় ১১ জন নিহতের ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে বাংলাদেশ রেলওয়ে। পাঁচ সদস্যের এই কমিটিকে দ্রুততম সময়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরের এই ঘটনা তদন্তে বিকেলে তদন্ত কমিটি করে রেলওয়ে। পূর্ব রেলের ডিটিও আনসার আলীকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ে কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপর গেটকিপারের তিনি কথা বলেছেন। গেটকিপার তাকে জানিয়েছেন, ট্রেন আসার আগেই গেট ফেলা ছিল। কিন্তু মাইক্রোবাসের চালক গেটবারটি জোর করে তুলে রেললাইনে প্রবেশ করেন। এরপর মহানগর প্রভাতী ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।

এই কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। গেটকিপারের অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর বেলা দেড়টার দিকে মিরসরাইয়ের বার তাকিয়া স্টেশনে ঢোকার মুখে রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, হাটহাজারী থেকে ওই মাইক্রোবাসে করে মোট ১৪ জন এসেছিলেন খৈয়াছড়া ঝর্ণা দেখতে। তাদের মধ্যে ১১ জন ঘটনাস্থলেই মারা গেছেন। দুজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। একজন অক্ষত রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর