মুখে ইসলাম, মনে ষড়যন্ত্র—নেতৃত্ব নয়, এ যেন ধর্মের বেইমানি

ইসলাম আজ আমাদের পোস্টারে আছে, কিন্তু চরিত্রে নেই। আছে মিছিলে, কিন্তু নেই মননে। ইসলাম যেন এখন এক রাজনৈতিক টুল—যার কাজ মানুষের আবেগকে জ্বালানো, নয়ত ক্ষমতার সিঁড়িতে ওঠার হাতিয়ার। অথচ এই পবিত্র ধর্ম কোনো দলের পৃষ্ঠপোষক নয়; ইসলাম শাসন চায়, শোষণ নয়। ইসলাম নেতৃত্বে ন্যায় চায়, নাটক নয়।
আজ যারা ইসলামকে সামনে রেখে রাজনীতি করে, তারা কি জানে ইসলাম কাকে বলে? রাসূল (সা.) তো মদিনার শাসক হয়েও ছিলেন কাঁদে-কাঁদে নামাজ পড়া এক দাসতুল্য নেতা। আর এদেশে? মুখে আল্লাহর নাম, হাতে ভোটের হিসাব—অথচ অন্তরে এক ফোঁটা ভয় নেই সেই আল্লাহর!
ধর্মের কথা বলে যারা দুর্নীতি করে, তারা নিজেরাই ইসলামের জন্য সবচেয়ে বড় হুমকি। কারণ তাদের কাজেই মানুষ ইসলামকে ভুল বুঝে। মানুষ ভাবে, ইসলাম মানেই স্লোগান, ইসলাম মানেই দাঙ্গা—কিন্তু না, ইসলাম মানে শান্তি, সুবিচার, ও আত্মশুদ্ধির সংগ্রাম।
এই দেশে ইসলাম যেন এখন রাজনৈতিক ভাড়াটে। দরকার হলে তার চেহারা টাঙানো হয় ব্যানারে, না হলে রাখা হয় শোকের পোস্টারে। অথচ ইসলামের মুখে রাজনীতি ছিল এক ধারালো তরবারির মতো—কখনো শাসককে জবাবদিহি করত, আবার কখনো অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ত।
তাই সময় এসেছে ফিরে দেখার—আমরা কোথায় আছি? ইসলাম কি কেবল আমাদের পোশাক আর পরিচয়ে থাকবে, নাকি আমাদের চেতনায়ও ফিরে আসবে?
রাজনীতির গন্ধে নয়, আমরা চাই ধর্মের সুবাসে গড়া এক নেতৃত্ব—যেখানে চরিত্র থাকবে, চক্রান্ত নয়; আদর্শ থাকবে, অভিনয় নয়।
ইসলামকে আগে রাখো, রাজনীতিকে নয়।
না হলে রাজনীতি নামবে মঞ্চে আর ইসলাম কাঁদবে মসজিদের কোণায়।
লেখক,শিক্ষার্থী আল-আজহার বিশ্ববিদ্যালয়,কায়রো,মিশর