মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ: দুই ব্যক্তি আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড
শিরোনাম
মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ: দুই ব্যক্তি আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড

আজ ০৪ মে ২০২৫, রোববার বেগম সুফিয়া শওকত কলেজ, মুরাদনগর (SSC পরীক্ষা কেন্দ্র) এ এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই ব্যক্তি মো. রাহাদ ও সুজন মৃধাকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, তারা বাহির থেকে নকল সরবরাহের চেষ্টা করছিলেন। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী দুইটি মামলায় ৪০০ টাকা অর্থদণ্ড এবং ৭ (সাত) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও, পরীক্ষাকেন্দ্রের আশপাশে উপস্থিত সবাইকে পরীক্ষায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর