মুরাদনগরে খোলা সয়াবিন তেল বোতলজাত করে বিক্রি: এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২২ মে) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, ওমর ফারুক নামের এক ব্যক্তি অনুমোদনহীনভাবে খোলা তেল বোতলে ভরে বিভিন্ন ব্র্যান্ডের লেবেল লাগিয়ে বাজারজাত করছিলেন। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকিতে পড়ছিলেন।
এ অপরাধে ওমর ফারুককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অনুমোদন ছাড়া পরিচালিত ফ্যাক্টরিটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।