মুরাদনগরে জামায়াতে ইসলামী’র “দাওয়াতী প্রকাশনা স্টল” উদ্বোধনগণসংযোগ পক্ষ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ

কেন্দ্র ঘোষিত দেশব্যাপী “গণ সংযোগ পক্ষ” কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরের ইসলামি চত্বরের পাশে জেলা পরিষদ মার্কেটের সামনে “দাওয়াতী প্রকাশনা স্টল” স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের প্রতিটি মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, মুসলমানদের উচিত আল্লাহর দাসত্ব এবং রাসুল (সা.)-এর অনুসরণের মাধ্যমে নিজেদের জীবন গড়ে তোলা। কথা ও কাজের গড়মিল পরিহার করে পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে গড়ে উঠে, সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে সুবিচারভিত্তিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করতে হবে।
এই আহ্বানকে সামনে রেখে ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী “গণ সংযোগ পক্ষ” পালিত হচ্ছে। মুরাদনগরের বিভিন্ন ইউনিয়নে জামায়াতের কর্মীরা পাড়া-মহল্লা ও গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছেন এবং নতুন সদস্য সংগ্রহ করছেন।
এই ধারাবাহিকতায় “দাওয়াতী প্রকাশনা স্টল”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা জামায়াতের আমির ও কুমিল্লা জেলা শুরা সদস্য আবু নছর মুহাম্মদ ইলইয়াছ।
তিনি বলেন, “আমরা চাই বাংলাদেশ হোক সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত—একটি সুখী, সমৃদ্ধ, মানবিক, আধুনিক ও কল্যাণরাষ্ট্র। এ লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন।”
উপস্থিত সবার মধ্যে দাওয়াতী বই ও লিফলেট বিতরণ করা হয় এবং আগ্রহীদের জামায়াতে ইসলামীর কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।