মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ৯৪ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার মুরাদনগর থানাধীন কোম্পানীগঞ্জ এলাকা থেকে ৯৪ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকা সহ আনোয়ার হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৩টার দিকে নবীপুর (পশ্চিম) ইউনিয়নের পৈয়াপাথর এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ বাজার সংলগ্ন একটি রেস্টহাউজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর দেবিদ্বার ও মুরাদনগরের দায়িত্বপ্রাপ্ত চৌকস দল এবং মুরাদনগর থানা পুলিশ।
আটক আনোয়ার হোসেন নবীপুর (পশ্চিম) ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ পৈয়াপাথর গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর নেতৃত্বে ক্যাপ্টেন ফুয়াদ, ওয়ারেন্ট অফিসার নাহারুল এবং এসআই মো. আলী আক্কাছসহ অভিযানকারী দল আল মদিনা রেস্টহাউজের তৃতীয় তলায় অবস্থানরত আনোয়ারকে আটক করে। ওই কক্ষ থেকে উদ্ধার করা হয় ৯৪ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং কোম্পানীগঞ্জসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতেন।
এসআই আলী আক্কাছ জানান, তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। সিডিএমএস যাচাইয়ে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও ৬টি মাদক মামলার রেকর্ড রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।