বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আগামীকাল লন্ডনে বৈঠক করবে ইউক্রেনের মিত্ররা কাতারের আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পঞ্চগড়ে গিনি হাউস জুয়েলার্স থেকে ৫০ ভরি স্বর্ণালংকার চুরি সন্দ্বীপে ফেরি সার্ভিস বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ময়মনসিংহ মেডিকেলে র্যাবের অভিযানে এক নারীসহ ১৪ দালালকে আটক ও জরিমানা ময়মনসিংহ মেডিকেলে র‍্যাবের অভিযানে এক নারীসহ ১৪ দালালকে আটক ও জরিমানা আত্রাইয়ে কেমিস্টস্ এন্ড ড্র্যাগিস্টস্ সমিতি ঔষধ ও কসমেটিকস আইন বিষয়ক সচেতনতামূলক সভা আত্রাইয়ে কেমিস্টস্ এন্ড ড্র্যাগিস্টস্ সমিতি ঔষধ ও কসমেটিকস আইন বিষয়ক সচেতনতামূলক সভা মেঘনা গ্রুপ সাংবাদিকদের কণ্ঠরোধের জন্য তৎপরতা চালাচ্ছে : ময়মনসিংহে মানববন্ধনে বক্তারা মেঘনা গ্রুপ সাংবাদিকদের কণ্ঠরোধের জন্য তৎপরতা চালাচ্ছে : ময়মনসিংহে মানববন্ধনে বক্তারা

মেঘনা গ্রুপ সাংবাদিকদের কণ্ঠরোধের জন্য তৎপরতা চালাচ্ছে : ময়মনসিংহে মানববন্ধনে বক্তারা

শফিকুল ইসলাম (ময়মনসিংহ)
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
মেঘনা গ্রুপ সাংবাদিকদের কণ্ঠরোধের জন্য তৎপরতা চালাচ্ছে : ময়মনসিংহে মানববন্ধনে বক্তারা
মেঘনা গ্রুপ সাংবাদিকদের কণ্ঠরোধের জন্য তৎপরতা চালাচ্ছে : ময়মনসিংহে মানববন্ধনে বক্তারা

দূর্নীতির সংবাদ প্রকাশ করায় “দৈনিক আমার দেশ”পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করেছে মেঘনা গ্রুপ। প্রতিবাদে ২২ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১১ টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে আমার দেশ পাঠক মেলা।

মানববন্ধনে বক্তারা বলেন মেঘনা গ্রুপ ও এর চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে দৈনিক আমার দেশে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের প্রতিশোধ নিতে যে মামলা করা হয়েছে, তা সাংবাদিকদের কণ্ঠরোধের জন্য বেশ তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা।

আমার দেশ এর ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, সাংবাদিক ইউনিয়ন ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একে এম মাহবুবুল আলম মাহবুব, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আকন্দ জাহাঙ্গীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আর সেই অনুসন্ধানে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করায় আজ সাংবাদিকদের হয়রানির শিকার হতে হচ্ছে। তারা বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যা মুক্ত সাংবাদিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। একই সঙ্গে বক্তারা অভিযোগ করেন, মেঘনা গ্রুপ ও একাত্তর টিভির মালিক মোস্তফা কামাল ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ সমাবেশে গণহত্যার উসকানিদাতা হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত। এই অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন তারা। বক্তারা অবিলম্বে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মেঘনা গ্রুপের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত প্রতিবেদন প্রকাশের জোর দাবি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মাছরাঙ্গা টেলিভিশন ও দৈনিক সংবাদ পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি শরিফুজ্জামান টিটু, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার নিয়ামুল কবির সজল, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি নজীব আশরাফ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি খুরশিদ আলম মুজিব, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি কামরুজ্জামান মিন্টু. আমাদের সময়ের স্টাফ রিপোর্টার জগলুল পাশা রুশো, আজকের দর্পনের ব্যুরো চীফ সাজ্জাতুল ইসলাম, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আরিফ আহমেদ, জনবাণীর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তরফদার, বাংলা নিউজ টোয়েন্টেফোরের জেলা প্রতিনিধি কাউসার আহমেদ, দৈনিক বাংলার সময় পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, ময়মনসিংহ সংবাদপত্র হকার সমিতির সভাপতি রিপন মির্জা, সাপ্তাহিক আমাদের ময়মনসিংহের সম্পাদক কামরুল হাসান এবং দৈনিক আমার দেশ এর বিভিন্ন উপজেলা প্রতিনিধিসহ প্রমুখ।

প্রসঙ্গত, ১৭ এপ্রিল আমার দেশ-এ “এক লাখ কোটি টাকা পাচারে মেঘনা গ্রুপ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে বলা হয়—মেঘনা গ্রুপ গত দুই দশকে ১ লাখ কোটি টাকা পাচার করেছে, যার মধ্যে ৮০ হাজার কোটি টাকার বেশি অর্থ আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে।
এই রিপোর্ট প্রকাশের জের ধরেই ২০ এপ্রিল মোস্তফা কামাল ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানির মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর