মোটেরপাড় ব্রিজের অবস্থা সংকটজনক

সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোটেরপাড় ব্রিজটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ব্রিজটি দিয়ে প্রতিদিন মাদারগঞ্জ ও সরিষাবাড়ীর বহু গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াত করে থাকেন। বিশেষ করে চরাঞ্চলের বাসিন্দাদের কাছে এটি যোগাযোগের একমাত্র ভরসা।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ এমপি দায়িত্বে থাকাকালীন সময়ে ব্রিজটির ভাঙন প্রতিরোধ ও মেরামতের জন্য বিপুল অঙ্কের অনুদান বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে দুঃখজনক হলেও সত্য, সেই অনুদানের ৫% টাকার কাজও সম্পন্ন হয়নি বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। ফলে বর্তমানে ব্রিজটির অবস্থা এতটাই করুণ যে, যেকোনো সময় এটি ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে সাতপোয়া ইউনিয়নের চরাঞ্চলের মানুষদের জন্য এই ব্রিজটি ভেঙে গেলে বিকল্প কোনো পথ নেই। শিক্ষা, চিকিৎসা, কৃষিকাজ ও বাজারজাতকরণের মতো মৌলিক কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসী দ্রুত ব্রিজটির পূর্ণাঙ্গ সংস্কার ও নতুন করে নির্মাণের দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছেন।
তাদের একটাই দাবি—“মোটেরপাড় ব্রিজটিকে এখনই রক্ষা করতে না পারলে আগামী দিনে আমাদের চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।”