যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগ নিষিদ্ধ করলো আইসিসি

ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি দেওয়ার কথা শোনা যায় প্রায় সময়ই। জরিমানা, নিষেধাজ্ঞাসহ বিভিন্ন রকমের শাস্তি দিয়ে থাকে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগ নিষিদ্ধ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখন থেকে টি-টোয়েন্টি ও টি-টেন লিগ আয়োজন করতে পারবে না দেশটির ক্রিকেট সংস্থাটি।
আইসিসির নিয়ম অনুযায়ী, ঘরোয়া টি-টোয়েন্টি ও টি-টেনে প্রথম একাদশে অন্তত সাত জন দেশীয় ক্রিকেটার রাখতে হবে। বাকি ৪ জন বিদেশি ক্রিকেটার খেলানো যাবে। কিন্তু আমেরিকার ক্রিকেট লিগ সেই নিয়ম মানেনি। বেশ কিছু ম্যাচে ৬-৭ জন বিদেশি ক্রিকেটারকে প্রথম একাদশে রেখেছে তারা। তাছাড়া বেশ কিছু অনুমতি সংক্রান্ত নিয়মও ভঙ্গ করেছে দেশটির লিগগুলো।
ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনসিএলের একাদশ তৈরিতে নিয়ম ভঙ্গের ঘটনা বারবার ঘটেছে। টুর্নামেন্টে সহযোগী দেশের সাতজন ক্রিকেটার খেলানো হয়েছে যা নিয়মবহির্ভূত। এছাড়াও বিদেশি ক্রিকেটারদের স্পোর্টস ভিসা ছাড়াই খেলানো, আর্থিক লেনদেনে গড়মিল এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ছয় দলের টুর্নামেন্ট আয়োজন করতে আনুমানিক দুই লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৩৯ লাখ টাকা) ব্যয় হয়েছে। এর মধ্যে বেশিরভাগ অর্থ ক্রিকেটারদের স্পোর্টস ভিসা তৈরিতে খরচ হওয়ার কথা থাকলেও, অনেক ক্রিকেটারই বৈধ ভিসা ছাড়াই খেলেছেন।
এত সব সমস্যার কারণে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, যুক্তরাষ্ট্রে আর কোনো টি-টোয়েন্টি ও টি-টেন লিগ আয়োজনের অনুমতি দেয়া হবে না।
এনসিএলের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্য বড় আঘাত। এটি আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মশৃঙ্খলা বজায় রাখার জন্য আইসিসির কঠোর অবস্থানের প্রমাণ।