রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ ৪ ইয়াবা কারবারি পুলিশের হাতে ধরা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইয়াবা বিক্রয়কালে ১০৩ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি লাল রঙ্গের ইয়ামাহা পেজার মোটর সাইকেলও জব্দ করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে রাঙ্গুনিয়া থানার এসআই উত্তম কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা বেচা-কেনার সময় ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চন্দ্রঘোনা ৩নং ওয়ার্ড সৈয়দুল হক চেয়ারম্যান বাড়ি’র আব্দুল মোতালেব’র ছেলে মো. সাব্বির হোসেন সাদেক (৩০), ৪নং ওয়ার্ড আধুরপাড়া’র মৃত ফজল আহমদের ছেলে জামাল উদ্দিন(৩৪), হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর বাদশা মাঝির ঘোড়া এলাকার আব্দুল হোসেনের ছেলে মো. তৌহিদ (৩৫) ও একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে মো. সেলিম (৪২)।
জানা যায়, ইয়াবা কারবারি তৌহিদ ও সেলিমের কাছ থেকে ইয়াবা ক্রয়ের জন্য সাব্বির ও জামাল উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউপির সৈয়দুল হক চেয়ারম্যান গোট্টা ব্রিজের উপর গেলে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থেকে ওতপেতে থাকা রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ১০৩ পিস ইয়াবা সহ ৪ জনকে হাতেনাতে আটক করেন। এসময় একটি লাল রঙ্গের ইয়ামাহা পেজার মোটর সাইকেলও জব্দ করে থানায় নিয়ে আসেন।
এবিষয়ে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ওমর আলী বলেন, সোমবার দিনগত রাতে চন্দ্রঘোনা চন্দ্রঘোনা কদমতলী ইউপির সৈয়দুল হক চেয়ারম্যান গোট্টা নামক এলাকায় ইয়াবা বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইয়ামাহা পেজার মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃত আসামীদেরকে সকালে আদালতে সোপর্দ করা হয়।