রাঙ্গুনিয়ায় বগাবিলিতে ব্যবসায়ীর বাড়িতে দূধর্ষ ডাকাতি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ব্যবসায়ী নুরুল আলম কোম্পানির বাড়িতে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১২-১৩ লক্ষাধিক টাকার মালামাল ডাকাত দল লুট করেছে বলে দাবী ভূক্তভোগী পরিবারের। একই ডাকাত দল জায়গা-জমির গুরুত্বপূর্ণ কাগজপত্রও চুরি করে নিয়ে গেছে বলে জানান নুরুল আলম কোম্পানি।
বুধবার (৩০ এপ্রিল) ভোর রাতে উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বগাবিলি এলাকার কাশেম মাস্টার গ্রামের ব্যবসায়ী নুরুল আলম কোম্পানির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ব্যবসায়ী নুরুল আলম কোম্পানি জানান, গত সোমবার ঘরে তালা দিয়ে পরিবার নিয়ে শহরের বাসায় গিয়েছিলেন। এ সুযোগে বুধবার গভীর রাতে সঙ্গবদ্ধ ডাকাতদল ঘরের পেছনের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে মালামাল লুট করেন। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে তিনি ঘরে এসে পেছনে দরজার তালা ভাঙ্গা ও মালামাল তছনছ দেখতে পায়। পরে দেখতে পান ঘরে রক্ষিত স্ত্রী ও পুত্রবধূর প্রায় (৬ ভরি স্বর্ণ ও নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র যার আনুমানিক মূল্য ১২ থেকে ১৩ টাকা) সহ জায়গা-জমির দলিলপত্র চুরি করে নিয়ে গেছে।
তিনি আরও জানান গতি দুই যাবৎ অপরিচিত দুইটি মোবাইল নাম্বার থেকে ফোন করে তাঁর কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। এনিয়ে তিনি রাঙ্গুনিয়া থানা একটি অভিযোগও দায়ের করেছেন। সম্ভবত ও-ই চাঁদাবাজ দল তাদের অনুপস্থিতি দেখে সুপরিকল্পিতভাবে এ ডাকাতির ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় তিনি রাঙ্গুনিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানান।