রাঙ্গুনিয়ায় শিক্ষকের ওপর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ার নারিশ্চা মরমের মুখ ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা রাশেদুজ্জামান (২৮)র উপর হামলার প্রতিবাদ ও অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (৯ মে) দুপুরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সামনে পদুয়া নারিশ্চা সাপলেজা পাড়া এলাকাবাসীর ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি নারিশ্চা বটতল এলাকা থেকে বের হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আহত শিক্ষকের বাবা মুহাম্মদ শাহ আলম, চাচা মাওলানা মুহাম্মদ বদিউজ্জামান, স্থানীয় মো. নাছের,আবদুল আজিজ, মো. রশিদ, মো. ওসমান, জোবাইদা আক্তার প্রমুখ। সমাবেশ থেকে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ৬ মে নারিশ্চা মরমেরমুখ ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা রাশেদুজ্জামানের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তার মাথা, দুই হাত, দুই পাসহ সারা শরীরে কুপিয়ে গুরুতর জখম করে। এর মধ্যে তার বাম পা অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে এই ঘটনায় আদালতে বাবা শাহ আলম বাদী হয়ে মামলা করেন। এতে উল্লেখ করা হয়, পূর্ব বিরোধের জের ধরে মোহাম্মদ মাহবুবুল আলম (৪৫), ছেলে সিফাত (২০), স্ত্রী জেসমিন আক্তারসহ ১০ থেকে ১২ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়।