রাজৈরে হরিদাসদী-মহেন্দ্রদী নামক স্থানে কুমার নদীতে চলছে ড্রেজার দিয়ে বালু উত্তলনের রমরমা ব্যবসা

মাদারীপুর জেলাধীন রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালীবাড়ি নামক স্থানে দীর্ঘদিন যাবৎ ড্রেজার এর মাধ্যমে চলছে রমরমা বালু কাটার ব্যবসা। ড্রেজার দিয়ে বালু উত্তলনের ফলে যেমন, ভরাট হয়ে যাচ্ছে শত শত ফসলি জমি তেমনি হুমকির মুখে পরছে নদীর পাড়ে বসবাসকারী জনসাধারণ। প্রশাসন যেন নির্বিকার কিছুই যেন করার নেই তাদের। বালু ব্যবসার সিন্টিকেট এতই শক্তিশালী যে তাদের ভয়ে এলাকার কোন লোক মুখ খুলতে সাহস পাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন ব্যক্তি দৈনিক বাংলার সংবাদ পত্রিকার প্রতিবেদক কে জানান, গাংকান্দী শাখারপাড় নিবাসী আজিজুল বেপারী এই ড্রেজার ব্যবসা সিন্টিকেটের গডফাদার। আশেপাশের দুই/চার এলাকার লোকও তাকে ভয় পায় তার দোসর হিসাবে সাথে নিয়েছে আরেক দুর্দশ্য গ্যাং লিডার মহেন্দ্রদী গ্রামের আল আমিন শিকদার কে। প্রশাসনের কাছে কয়েকবার ধরা খেলেও তাদের এই বালু উত্তলনের ব্যবসা একদিনের জন্যও বন্ধ হয় নি। বরং দিন দিন তাদের ব্যবসার পরিধি বেড়েই চলেছে। এলাকাবাসী সম্মিলিত ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এমনকি মাদারীপুর জেলা প্রকাশকের কাছেও লিখিত দরখাস্ত দিয়েছে কিন্ত দুখের বিষয় তাদের পক্ষথেকে কঠোর কোন পদক্ষেপ নিতে দেখা যায় নি। নাকি পয়সা দিয়ে তাদের মুখ বন্ধ করে রেখেছে। এলাকাবাসীর পক্ষথেকে আরো জানাযায় বিগত আওয়ামী সরকারের আমলে উচ্চ পর্যায়ের কিছু প্রভাবশালী নেতার ছত্র ছায়ায় থেকে এই সিন্টিকেট প্রশাসনের চোখের সামনেই বুক ফুলিয়ে এই ব্যবসা চালাত।
উল্লেখ গত ৫ আগস্ট সরকার পতনের পরে এই সিন্টিকেট রঙ বদলিয়ে অন্য কোন এক রাজনৈতিক দলের আশ্রয়ে এখন পর্যন্ত বালু উত্তলনের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই এলাকাবাসী নদী ভাঙ্গনের কবল থেকে কালীবাড়ি এলাকা রক্ষা করার জন্য বর্তমান সরকারের কাছে জোড় দাবী জানাচ্ছে।