রাজৈর খালিয়া ইউনিয়নের ফ্যাসিবাদী আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল বি,এন,পি কে চাঁদাবাজ বলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মাদারীপুরের রাজৈরে বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
আজ সোমবার বিকালে উপজেলা বি এন,পি ও অঙ্গসংগঠন নেতা কর্মীরা এবং গতকাল রোববার (১৮ মে) বিকেলে টেকেরহাট বন্দেরের বি এন পি নেতা কর্মীরা রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আমিনুর হাওলাদারের বিরুদ্ধে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।
রাজৈর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ সামনে একটি বিক্ষোভ মিছিল বের করে রাজৈর বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এবং রবিবার টেকেরহাট কেসি গোল্ড টাওয়ারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে বাসস্ট্যান্ড গোল চত্ত্বরে এসে শেষ হয়।
এসময় পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহাগ শেখ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মাতুব্বর, সাবেক ছাত্রদলের সভাপতি আবুল হাসান খান, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদ জাহাঙ্গীর খান, ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
রবিবার রাজৈর উপজেলা যুবদল নেতা খায়ের হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা বিএনপির সদস্য আরিফ হাওলাদার, রাজৈর পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক জাকির শেখ, রাজৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী বেলায়েত হোসেন, সদস্য সচিব তরিকুল মাতুব্বর, রাজৈর পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ সরদার। এছাড়াও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাইদুল আকন, রাজৈর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুহুল আমিনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতারা বলেন, যারা ১৭ বছর স্বৈরাচারের দোষর ছিল, বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল তারা নতুন একটি সংগঠনে যোগ দিয়ে আমাদের দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত। এইসব দুষ্কৃতকারীকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য আইনপ্রয়োগকারী সংস্থার কাছে জোর দাবি জানাচ্ছি। আগামীতে আমাদের দলের বিরুদ্ধে কোন আওয়ামী দুষ্কৃতকারী এই ধরনের দুঃসাহস দেখালে কঠোর হস্তে প্রতিহত করা হবে।