রাজৈর প্রেসক্লাবের জরুরী সাধারণ সভা ও সম্পাদক মাহমুদুর রহমানসহ তাঁর সহকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা

মাদারীপুরের রাজৈর প্রেসক্লাবের আয়োজনে আজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় রাজৈর পথকলি নৈশ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রাজৈর প্রেসক্লাবের জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় দৈনিক টেকেরহাট পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাজমুল হোসেন বাসুর সভাপতিত্বে ও সাপ্তাহিক সুবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ মোস্তাফিজুল হক নাদির এর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক খন্দকার আঃ মতিন , দৈনিক আমারদেশ পত্রিকার রাজৈর প্রতিনিধি এমদাদুল হক টুটুল বিশ্বাস,এশিয়ান টিভির রাজৈর উপজেলা প্রতিনিধি অনাদি কুমার মন্ডল, ৭১ টেলিভিশন এর রাজৈর উপজেলা প্রতিনিধি মোনাসিফ ফরাজী সজিব,সাংবাদিক নাজমুল কবীর,সাংবাদিক কাজী নজরুল ইসলাম, সাংবাদিক প্রশান্ত কুন্ডু, সাংবাদিক আসাদুল হক সনেট ও সাংবাদিক জাকির হোসেন ডাবলু, প্রমূখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক সহিদুল আলম টুকু,সাংবাদিক মহিউদ্দিন হীরা, দৈনিক বাংলা ৭১ পত্রিকার সাংবাদিক বিপুল কুমার দাস, সাংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাক সহ আরো অন্যান্য সাংবাকিবৃন্দ। সভায় প্রেসক্লাবের সদস্যপদ যাচাই বাছাই ও হালনাগাদ করণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাহসী সাংবাদিক একুশে পদকপ্রাপ্ত ড. মাহমুদুর রহমানসহ চারজন সাংবাদিকের বিরুদ্ধে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের দায়ের করা মামলার প্রতিবাদে রাজৈর প্রেসক্লাবের পক্ষ হতে সকল সাংবাদিকগন তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
দৈনিক আমারদেশ পত্রিকা রাজৈর উপজেলার প্রতিনিধি টুটুল বিশ্বাস বলেন,মাহমুদুর রহমানের নেতৃত্বে ‘আমার দেশ’ পত্রিকা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার প্রতীক। মাহমুদুর রহমান এবং তাঁর সহকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কণ্ঠরোধ করার অপচেষ্টা চলছে। এই অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত।’
এই ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে যারা হামলা-মামলার শিকার হচ্ছেন, তাদের পাশে সাংবাদিক সমাজ সব সময় থাকবে।’
এসময় রাজৈর প্রেসক্লাবের সকল সাংবাদিকগন অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন।