রাষ্ট্র সংস্কারের জন্য কত মাস লাগবে, তা জানার অধিকার আছে: তারেক রহমান

রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের কত সময় প্রয়োজন তা জানার অধিকার জনগণের আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ জানালে তা সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতাকেই নিশ্চিত করবে।’
বিজয় দিবস উপলক্ষ্যে রোববার বিকেলে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তারেক রহমান এই মন্তব্য করেন।
তিনি বলেন, “বর্তমান অন্তবর্তীকালীন সরকার কি করতে চাইছে? রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন… সেটি জানার অধিকার জনগণের রয়েছে।
“সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে। অপর দিকে প্রশাসনিক কার্য্ক্রমেও গতিশীলতা বাড়বে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, শত অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের প্রিয় এই বাংলাদেশ।
রোডম্যাপের প্রসঙ্গ টেনে তারেক বলেন, “তবে অন্তবর্তীকালীন সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে উঠে সেটি হবে অবশ্যই গণ আকাঙ্খাবিরোধী।”
“সরকারের তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে… জনগণও সরকারের প্রতি ততবেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে।”