রায়গঞ্জে আন্দোলনে ব্যর্থ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

আন্দোলনে ব্যর্থ হওয়ার অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা বিএনপি। শনিবার (২৭ আগস্ট) জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জ্বালানি তেল, পরিবহনের ভাড়া, সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালন করতে ব্যর্থ হওয়ায় জেলা বিএনপির এক সিদ্ধান্তে রায়গঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হলো।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্ছুর সিদ্ধান্তে এই কমিটি বিলুপ্ত করা হয়।
রায়গঞ্জ উপজেলার বিএনপির সাবেক সাধারন সম্পাদক শামসুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি বিলুপ্তির সংবাদ জানতে পেরেছি।
রায়গঞ্জ উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহবায়ক আব্দুল বাতেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।