শিরোনাম
রায়গঞ্জে ড্রেজার বসিয়ে বালু তোলার মহা উৎসব

সিরাজগঞ্জের রায়গঞ্জ ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বাংলা ড্রেজার বসিয়ে রাতের অন্ধকারে চলছে বালু তোলার উৎসব। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বালু তোলা হচ্ছে বলে অভিযুক্তদের বিরুদ্ধে মুখ খোলার সাহস করছে না কেউ।
জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউপির তাবাড়িপাড়া নামক স্থানে স্থানীয় কতিপয় কিছু তরুণ বাংলা ড্রেজার বসিয়ে রাতের অন্ধকারে নদী থেকে বালু উত্তোলন করছে।
এ ব্যাপারে চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিন্নাতুল আলম সম্রাট ও সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিকসহ স্থানীয় এলাকাবাসী বলেন, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নদীর তীর সংরক্ষণ প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে। অপরিকল্পিতভাবে যেভাবে বালু তোলা হচ্ছে তাতে যেকোনো সময় বাঁধটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। রাতের অন্ধকারে বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তুললেও এ যেন দেখার কেউ নেই।
নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এই অবৈধ পন্থায় বালু তোলার সঙ্গে স্থানীয় একটি প্রভাবশালী মহল জড়িত থাকায় এলাকার কেউ মুখ খুলতে পারছে না।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর