শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা আগামীকালের ‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে হেফাজতের আহ্বান ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা ফুলবাড়িয়া ইজারাপাড়া হাফেজিয়া মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরে প্রবীণ শিক্ষক সাদা মনের মানুষ আঃ বারেক আকন মাষ্টার চিরনিদ্রায় শায়িত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায়সাংবাদিকদের মানববন্ধন ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায় আশুগঞ্জে সাংবাদিকের উপরহামলা, মামলা দায়ের আন্দোলনে বিজয়ের দিন শহীদ হন হতভাগা হাসিবুর আত্রাইয়ে কৃষকদের বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

রায়গঞ্জে শত্রুতায় গেল হাজার গাছের প্রাণ!

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূমিহীনদের লাগানো তিন সহস্রাধিক কলা গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে সোনাখাড়া ইউনিয়নের শীতলাবিল পুকুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত পুর্বক বিচার দাবি করেছেন ভূমিহীনরা।

স্থানীয়রা জানান, সরকারি ৩২বিঘা শীতলাবিল পুকুরটি স্থানীয় বাবু লাল, জিতু লাল ও দীপক লাল ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিল। পুকুরটি ইজারা দেওয়া হলেও পূর্ব থেকেই স্থানীয় ভূমিহীনরা পুকুরের চার পাড়ে কলা চাষ করে আসছিল। সম্প্রতি সময় ভূমিহীনরা পুকুরের চার পাড়ে প্রায় ৭হাজার কলা গাছ লাগায়। ইতোমধ্যে গাছে কলাও এসেছে। অল্প দিনের মধ্যে কলা কাটারও উপযুক্ত হতো। এরই মধ্যেই পুকুরের লীজ গ্রহণকারী বাবুলাল কলা গাছগুলো কেটে ফেলার ষড়যন্ত্র করে।

শুক্রবার ভোরে তার লোকজন নিয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রায় তিন সহস্রাধিক কলা গাছ কেটে ফেলে। এসময় ভূমিহীন সদস্যরা বাধা দিলেও কোনো কাজ হয়নি। পরে ভূমিহীনরা ৯৯৯ নম্বরে ফোন দিলে রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক সমর চন্দ্রসহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুকুরের লীজ গ্রহণকারী বাবুলাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভূমিহীনরা অবৈধভাবে গাছ লাগিয়েছিল। এজন্য আমরা পুকুরের চার পাশে পরিস্কার করেছি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, কলা গাছ কাটার বিষয়ে ক্ষতিগ্রস্ত ভূমিহীনরা অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর