রৌমারীতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)প্রেস বিজ্ঞপ্তি

রৌমারী সীমান্তে FDMN (রোহিঙ্গা) নাগরিক বিএসএফ কর্তৃক পুশইন প্রতিরোধে বিজিবি, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণের তৎপরতা প্রসংগে
সম্প্রতি কুড়িগ্রাম জেলার রেীমারী সীমান্তে বিএসএফ কর্তৃক ভারতে অবস্থানরত মায়ানমার নাগরিক ও বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশ করানোর অপচেষ্টা করছে। বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা যায়, সীমান্তের ওপারে বিএসএফ কর্তৃক বিভিন্ন স্থানে ছোট ছোট গ্রুপ করে এদের বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের অপচেষ্টা অব্যাহত রেখেছে । বিএসএফ এর এই অপতৎপরতা রুখে দিতে বিজিবি’র পাশাপাশি উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসনও সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, টহল তৎপরতা বৃদ্ধি করেছে এবং বিজিবিকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। অবৈধভাবে পুশ ইন ঠেকাতে বিজিবির সাথে আনসার ও গ্রাম পুলিশ দিন রাত্রি অক্নান্ত পরিশ্রম করে সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছে। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে বিজিবিকে সার্বিকভাবে সহযোগিতা করছে। সীমান্তবর্তী দেশপ্রেমিক জনগণ কাধেঁ কাধঁ মিলিয়ে নিজ নিজ এলাকায় বিজিবি’র সাথে সীমান্ত পাহারায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, গত ০৭ ও ০৮ মে ২০২৫ তারিখ সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩২ জন ব্যক্তিকে বিজিবি কর্তৃক আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়ধীন।
সহকারী পরিচালক
ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)