সোমবার, ০৫ মে ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে রাস্তাবিহীন একটি প্রাইমারি স্কুল, বিপদে শিক্ষার্থীরা। “নাগেশ্বরী কচাকাটা কলেজের শিক্ষিকা লাকী খাতুনের বিরুদ্ধে পর্দা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ” আত্রাইয়ে প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি ক্লাস বর্জন করে ছাত্র/ছাত্রীদের বিক্ষোভ মিছিল নওগাঁয় অনূর্ধ্ব-১৫ এর মাসব্যাপী সাঁতার-এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু নওগাঁয় নিম্নমানের ইট-রাবিশ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ: দুই ব্যক্তি আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড পঞ্চগড় সদর উপজেলা বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন শতইস্ফূর্ত ভাবে ভোট প্রয়োগের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক নির্বাচিত। ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশিদের জন্য ইউএই’র ভিসা পুনরায় চালুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সংবাদমাধ্যম যত বেশি প্রশ্ন করবে রাষ্ট্রের দায়িত্বশীলরা তত সচেতন হবে: মাহফুজ আলম

রৌমারীতে রাস্তাবিহীন একটি প্রাইমারি স্কুল, বিপদে শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : রবিবার, ৪ মে, ২০২৫
রৌমারীতে রাস্তাবিহীন একটি প্রাইমারি স্কুল, বিপদে শিক্ষার্থীরা।
রৌমারীতে রাস্তাবিহীন একটি প্রাইমারি স্কুল, বিপদে শিক্ষার্থীরা।

কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম পূর্ব কাউয়ার চর।এই গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীদের বর্ষাকালে চলাচলের একমাত্র বাহন হলো নৌকা, আবার শুকনো মৌসুমে জমির আইল দিয়ে পাড়ি দিতে হয় দূর পথ।গ্রামে হঠাৎ কেউ অসুস্থ হলে বা কোন গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে হলে পরতে হয় চরম দুর্ভোগে, ফলে ঝুকিতে রয়েছে পুরো গ্রামসহ একটি প্রাইমারি স্কুল। রাস্তা না থাকায় গ্রামের বাসিন্দারা তাদের ছেলে মেয়েদের ভালো কোনো পরিবারে বিয়ে দিতে পারছেন না। বর্তমানে এই গ্রামটিতে প্রাইমারি স্কুল থাকলেও শিক্ষকের অভাবে দিনে দিনে কমে যাচ্ছে শিক্ষার হার। এছাড়াও স্কুল কলেজ হাট বাজার ও ইউনিয়ন পরিষদ ও হাসপাতালে সঠিক সময়ে যেতে না পেরে এসব সেবা থেকেও বঞ্চিত হচ্ছে এ গ্রামের সাধারণ মানুষ। তাই সরকারের কাছে রাস্তা নির্মাণ ও সকল অবকাঠামো উন্নয়নের জোর দাবি এলাকাবাসীর আরো জানায় পূর্ব কাউয়ার চরের প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামছুল হক (তনচু) যে রাস্তা না থাকার কারনে কোনো শিক্ষক এই স্কুলে থাকতে চায় না বা আসতে চায় না, আরো জানায় চর বোয়ালমারী হাফিজাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মতিউর রহমান জানান একটু বৃষ্টি আসলে আমি নিজেই মাদ্রাসায় যেতে পারি না, এবং আমার গ্রামের ছাত্র-ছাত্রীরা ও যেতে পারে না শুধু রাস্তার কারণে পুর্ব কাউয়ার চর গ্রামের বাসিন্দা আঃ মমিন রৌমারী বাজারের ব্যাবসায়ী তিনি রাস্তা বিহীন এই গ্রামে বর্ষা এলেই বিপাকে পরে যাই মুরগীর খামারী হাফিজুর রহমান বলেন আমি খামার দিয়ে বড় বিপদে আছি কারন ঠিক মত খাদ্য সংগ্রহ করতে পাড়ি না দুরের কোন ব্যাপারী আসে না ফলে বাহিরে মুরগী সেল দিতে পারিনা ফলে কম মুনাফায় এলাকায় বিক্রি করে দিতে হয় আমার দাবি এলাকায় রাস্তা হলে আমরা সকলেই উপকৃত হতাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর