রৌমারীতে রাস্তাবিহীন একটি প্রাইমারি স্কুল, বিপদে শিক্ষার্থীরা।

কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম পূর্ব কাউয়ার চর।এই গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীদের বর্ষাকালে চলাচলের একমাত্র বাহন হলো নৌকা, আবার শুকনো মৌসুমে জমির আইল দিয়ে পাড়ি দিতে হয় দূর পথ।গ্রামে হঠাৎ কেউ অসুস্থ হলে বা কোন গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে হলে পরতে হয় চরম দুর্ভোগে, ফলে ঝুকিতে রয়েছে পুরো গ্রামসহ একটি প্রাইমারি স্কুল। রাস্তা না থাকায় গ্রামের বাসিন্দারা তাদের ছেলে মেয়েদের ভালো কোনো পরিবারে বিয়ে দিতে পারছেন না। বর্তমানে এই গ্রামটিতে প্রাইমারি স্কুল থাকলেও শিক্ষকের অভাবে দিনে দিনে কমে যাচ্ছে শিক্ষার হার। এছাড়াও স্কুল কলেজ হাট বাজার ও ইউনিয়ন পরিষদ ও হাসপাতালে সঠিক সময়ে যেতে না পেরে এসব সেবা থেকেও বঞ্চিত হচ্ছে এ গ্রামের সাধারণ মানুষ। তাই সরকারের কাছে রাস্তা নির্মাণ ও সকল অবকাঠামো উন্নয়নের জোর দাবি এলাকাবাসীর আরো জানায় পূর্ব কাউয়ার চরের প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামছুল হক (তনচু) যে রাস্তা না থাকার কারনে কোনো শিক্ষক এই স্কুলে থাকতে চায় না বা আসতে চায় না, আরো জানায় চর বোয়ালমারী হাফিজাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মতিউর রহমান জানান একটু বৃষ্টি আসলে আমি নিজেই মাদ্রাসায় যেতে পারি না, এবং আমার গ্রামের ছাত্র-ছাত্রীরা ও যেতে পারে না শুধু রাস্তার কারণে পুর্ব কাউয়ার চর গ্রামের বাসিন্দা আঃ মমিন রৌমারী বাজারের ব্যাবসায়ী তিনি রাস্তা বিহীন এই গ্রামে বর্ষা এলেই বিপাকে পরে যাই মুরগীর খামারী হাফিজুর রহমান বলেন আমি খামার দিয়ে বড় বিপদে আছি কারন ঠিক মত খাদ্য সংগ্রহ করতে পাড়ি না দুরের কোন ব্যাপারী আসে না ফলে বাহিরে মুরগী সেল দিতে পারিনা ফলে কম মুনাফায় এলাকায় বিক্রি করে দিতে হয় আমার দাবি এলাকায় রাস্তা হলে আমরা সকলেই উপকৃত হতাম।