শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কোটি টাকার ইয়াবা লুট করেছে কক্সবাজারে,নৈপথ্যে ছদ্মবেশী রবিউল! আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা শহীদ মুজাহিদের মা-বাবা অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা বাজার পরিষ্কার পরিছন্নতা ও ড্রেনের কাজ চলমান মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে ৬ মাসের শিশু বাচ্চা স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী: পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মৌসুমীর

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

লক্ষ্মীপুরে গ্রীণ লিফ সিএনজি ফিলিং স্টেশন নামে একটি গ্যাস পাম্পে বাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই জনে। ঘটনাস্থলেই আবুল কালামের (২৮) মৃত্যু এবং দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর দুর্ঘটনা কবলিত বাসের মালিক ও চালক রুবেল হোসেনের (২৬) মৃত্যু হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৪ দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট সংলগ্ন এলাকায় থাকা গ্যাস স্টেশনটিতে গ্যাস নিতে এসে বাসটির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত রুবেল জেলার রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের জমিদার হাট এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
আবুল কালাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি।

আহতরা হলেন নোয়াখালীর কবির হাট এলাকার বাসিন্দাআবুল হোসেন (৫০), লক্ষ্মীপুরের সাহাপুর গ্রামের বাসিন্দা নাইম (২৪)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

মানহীন বা মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের গ্যাস রিফিলের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। গেল দুই মাস আগেও একই ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে।

বার বার দুর্ঘটনাকে কর্তৃপক্ষের  অবহেলাকে দায়ি করা হচ্ছে।

ঘটনার পর বুধবার বেলা ১১ টার ঘটনাস্থল পরিদর্শন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার আক্তার হোসেন।

 

এর আগে গত দুই মাস আগেও একই ফিলিং স্টেশনে গ্যাস রিফিল করতে আসা আরেকটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়। একাধিকবার এমন দুর্ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ি করছে স্থানীয়রা।

তাদের অভিযোগ, বাসের সিলিন্ডারগুলো মেয়াদোত্তীর্ণ বা মানহীন হওয়ায় দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর রাত ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী ‘আল মদিনা পরিবহন’ (চট্ট মেট্রো-ঝ ১১- ১৯৩০) নামের একটি বাস গ্যাস নিতে গ্রীন লীফ গ্যাস স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলেন্ডারে গ্যাস দেয়ার সময় হঠাৎ বিষ্ফোরণের ঘটনা ঘটে। এসময় বিকট শব্দ হয়। আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের লোকজন। বিস্ফোরণে ঘটনাস্থলে আবুল কালামের মৃত্যু হয়৷ আহত হয় তিনজন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে আহত বাস চালক রুবেলকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তার মৃতদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনেরা। নিহত আবুল কালামের মৃতদেহ জেলা সদর হাসপাতালে রাখা হয়।

স্থানীয়রা আরও জানায়, আল মদিনা নামের ওই বাসটি শহরের ঝুমুর এলাকায় রং এর কাজ শেষে ওই ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। এসময় রংমিস্ত্রি আবুল কালামও ফিলিং স্টেশনে বাসের সাথে আসে। সেখানেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মারা যান আবুল কালাম।

স্থানীয়রা বলছেন, শীতের রাত হওয়ায় গাড়ির চাপ ফিলিং স্টেশনে ছিলোনা। তা না হলে হতাহতের ঘটনা আরও বাড়তো।

তাদের অভিযোগ, সিলিন্ডারের মেয়াদ যাচাই-বাছাই না করেই গ্যাস রিফিল করা হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

তবে গ্রীন লিফ সিএনজি ফিলিংস স্টেশনের ম্যানেজার আল আমিন দাবি করেন, যে বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, সেগুলোর মেয়াদ রয়েছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আবুল কালাম ও রুবেল হোসেন নামের দুইজন নিহত হয়েছে এবং দুইজন আহত হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি, এতে যদি কারও ক্রুটি পাওয়া যায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, এটি অত্যান্ত দুঃখজনক ঘটনা। প্রায় দুই মাস আগেও এখানে এমন ঘটনা ঘটেছে। তখন তিন জন মারা গেছে। আমরা তদন্ত করে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের প্রমান পেয়েছি। আজকের ঘটনায়ও আমরা ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করবো। কেউ দোষী হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আহত ও নিহত পরিবারের প্রতি জেলা প্রশাসনের সমবেদনা ও সহযোগিতা থাকবে।

উল্লেখ্য, একই ফিলিং স্টেশনে গত ১৪ অক্টোবর একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু ও ৯ জন আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর