শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
অপেক্ষা বাড়ল বাংলাদেশের; বিশ্বকাপ নিশ্চিত পাকিস্তানের মাগুরা মেডিকেল কলেজ বন্ধের গুজব উড়িয়ে দিলেন শফিকুল আলম শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা। নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া গ্যাস গান উদ্ধার যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৯০ জন আটক  বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ  প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি সুবিধা জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ

শাহজাদপুরে চিকিৎসক নন তবুও দেখতেন রোগী, দিতেন প্রেসক্রিপশন

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

নিজেকে জেনারেল ফিজিশিয়ান দাবি করে রোগী দেখে একের পর এক উচ্চতর অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করার দায়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে সেলিম রেজা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সেই সঙ্গে মেয়াদোত্তীর্ণ বিস্কুটের গুঁড়ো দিয়ে সমুচা, সিঙ্গারা ও পিলাপুঠি তৈরির অভিযোগে স্থানীয় তামিম বেকারিকে সিলগালা করে দিয়েছে তারা।

এছাড়াও বিভিন্ন অভিযোগে আরও চারটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে উপজেলার দ্বারিয়াপুর বাজার ও জামিরতা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

মাহমুদ হাসান রনি জানান, দ্বারিয়াপুর বাজারে কাদের ড্রাগ হাউসে সেলিম রেজা নামে এক ব্যক্তি নিজেকে জেনারেল ফিজিশিয়ান দাবি করে রোগী দেখছিলেন। সেই সঙ্গে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধও প্রেসক্রিপশন করছিলেন। এ অভিযোগে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আর জামিরতা বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুটের গুঁড়া দিয়ে সমুচা, সিঙ্গারা ও পুলিপিঠা তৈরির দায়ে তামিম বেকারিকে সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়াও শহরের ডাকবাংলো পাড়ায় পিস ল্যাব অ্যান্ড হাসপাতালে সেবামূল্যের তালিকা না থাকায় ৫ হাজার, বিএসটিআই অনুমোদন ছাড়া নোংরা পরিবেশে বিস্কুট ও কেক তৈরির দায়ে ফাইভ স্টার ফুড প্রোডাক্টকে ২০ হাজার, কাপড়ের রঙ দিয়ে আইসক্রিম তৈরি করায় জামিরতা বাজারের নিউ ফাতেমা বেকারিকে ২০ হাজার ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে শাহজালাল বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর