শাহজাদপুরে বাঁধের মাটি কাটায় আটক- ৬
সিরাজগঞ্জ শাহজাদপুরে বন্যা নিয়ন্ত্রন বাঁধে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বাঁধের মাটি কাটার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার(১ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের “সিরাজগঞ্জ সমন্বিত পল্লী উন্নয়ন প্রকল্প (ঝওজউচ)” বাঘাবাড়ী-নিমাইচড়া বন্যা নিয়ন্ত্রন বাঁধের রাউতারা রেগুলেটরের নিকট স্বল্প উচ্চতার বাঁধের মাটি মেসার্স মাষ্টার এন্টারপ্রাইজ ড্রেজারের মাধ্যমে কেটে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড, সহকারী কমিশনার(ভূমি) ও শাহজাদপুর থানা পুলিশ রাত ১০টার দিকে যৌথ অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে। এবং পরবর্তীতে আটককৃতসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনদের বিরুদ্ধে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইমতিয়াজ বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দ্বায়ের করেন।
আটককৃতরা হল- পাবনা জেলার মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৭) ২।-মোঃ জিয়া সরকারের ছেলে মোঃ সজিব (২৩) ৩। মৃত একাব্বর আলীর ছেলে মোঃ আঃ মালেক (৫০) ৪। মোঃ আফছার সরারের ছেলে মোঃ সুজন সরকার (৩৫) ৫। মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আসলাম হোসেন। এবং পটুয়াখালী জেলার মোঃ সৈয়দ হাওলাদারের ছেলে মোঃ বাহাদুর হাওলাদার (৪০)।
এবিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, যৌথ অভিযান পরিচালন করে তাদেরকে আটক করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।