বুধবার, ০৭ মে ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
একটু বৃষ্টি হলেই রাজৈরের প্রধান সড়কে জমে যায় হাটু পানি সৃষ্টি হয় জন দুর্ভোগের। চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্নসাত : পুলিশ কনস্টেবল মিলন আহমেদের বিরুদ্ধে আদালতে মামলা আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত ১ আহত নবীগঞ্জে মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষে আহত ১০ কৃত্রিম বুদ্ধিমত্তাও বুঝে গেছে, কিন্তু উখিয়া টেকনাফের সচেতন মানুষ বুঝেনা!‎ নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল ‎ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাসনাবাদ ইউনিয়ন শাখারইউনিয়ন ছাত্র ও যুব সম্মেলন ২০২৫ইং অনুষ্ঠিত। গাইবান্ধার গোবিন্দগঞ্জ কামারদহ ইউনিয়নের বিএনপির সদস্য সচিব সাবুকে ১১৯ বস্তা খাদ্যবান্ধব চালসহ আটক মাদারীপুরে ক্রমেই বেড়ে চলেছে বেকারত্ব সমস্যা, অন্ন-রুটি-রুজির তাগিদে ইজিবাইক-রিকশা চালাচ্ছেন অনেকেই জিআই পণ্যের নিবন্ধন পেলো বদলগাছীর বিখ্যাত আম “নাক ফজলি”

সংক্ষিপ্ত সিলেবাসেই গুচ্ছ ভর্তি পরীক্ষা, আসন প্রতি লড়বে ১৫ জন

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : শনিবার, ৬ মে, ২০২৩

সমন্বিত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্ন এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। আসনপ্রতি লড়বে ১৫ জন শিক্ষার্থী।

শুক্রবার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এর আগে বিগত বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষায় এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস থেকেই প্রশ্ন হওয়ার কথা ছিল; কিন্তু সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ তুলেছিলেন শিক্ষার্থীরা। যা নিয়ে শিক্ষার্থী ও অবিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তাই এবারের পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের ভেতর থেকেই প্রশ্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

উপাচার্য আরও জানান, ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের মোট আসন সংখ্যা ২১ হাজার ১১৮টি এবং এর বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১টি। যেখানে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫টি এবং প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৭ জন। ‘বি’ ইউনিটে (মানবিকে) আসন সংখ্যা ৭ হাজার ৭৪৬টি এবং আসনপ্রতি লড়বে ১৩ জন। ‘সি’ ইউনিটে (ব্যবসা) আসন সংখ্যা ৩ হাজার ৪৯৬ টি এবং প্রতি আসনে লড়বে ১২ জন শিক্ষার্থী।

জানা যায়, আগামী ২০ মে ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা। পরবর্তীতে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ২৭ মে এবং ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর