বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সন্দ্বীপে একটি মাল্টিপারপাসের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। কুড়িগ্রাম রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশব্যাক, রোহিঙ্গাসহ আটক ৪৪ সন্দ্বীপে সর্প সচেতনত কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধায় ৪৬১ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ছাত্রলীগ নেতার স্থানে নতুন রোভার লিডার কসবায় ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ শিল্পোন্নয়নের দ্বারপ্রান্তে ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের আধুনিকায়ন এখন সময়ের দাবি :- —আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। বদলগাছীতে ভালো দাম পাওয়ায় ঢেঁড়শ চাষীদের উচ্ছ্বাস উমামা ফাতেমার ঈমান চলে গিয়েছে। বিবাহ হয়ে থাকলে বিচ্ছেদ ঘটেছে : মুফতি আমজাদ আফসারী কসবায় তাতীলীগের সভাপতির স্ত্রী গাঁজা পাচারকালে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার।

সন্দ্বীপে একটি মাল্টিপারপাসের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান।

শাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : বুধবার, ৭ মে, ২০২৫
সন্দ্বীপে একটি মাল্টিপারপাসের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান।
সন্দ্বীপে একটি মাল্টিপারপাসের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান।

চট্টগ্রামের সন্দ্বীপে গুপ্তছড়া বাজার আল বারাকা মাল্টিপারপাস ৪ বছর যাবৎ গ্রাহকের টাকা নিয়ে উদাও হয়ে যাওয়া সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান গ্রাহকদের কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (৭ মে ) সকাল ১০ টায় গুপ্তছড়া বাজার আল বারাকা ভবনের সামনে ভুক্তভোগী কয়েকশ গ্রাহক মানববন্ধন করে বেলা ১২ টায় গুপ্তছড়া বাজারে টাকা ফিরে পেতে বিক্ষোভ মিছিল করে এবং সাড়ে বারোটার দিকে তারা কুমিরা গুপ্তছড়া সড়কে টায়ার জালিয়ে সড়ক অবরোধ করে বেলা ১ টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার কাছে ও স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করে।


মানববন্ধনে সভাপতিত্ব করেন মগধরা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির সওদাগর, বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ কামাল, মগধরা ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ভুক্তভোগী প্রতারিত গ্রাহক কাজী রকিবুল আহসান, সালাউদ্দিন সওদাগর, মনির সওদাগর, নিজাম সওদাগর, আনোয়ার হোসেন, বাবুল জলদাশ, বাবু শংকর, জাহেদ, মাষ্টার সোলাইমান প্রমুখ।


ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, আল বারাকা মাল্টিপারপাস সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান ২০০৮ সালে গুপ্তছড়া বাজারে কার্যক্রম শুরু করে। ২০১১ সালে তারা সঞ্চয়ের নামে জনগণ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে প্রতিষ্ঠানের নামে ভবন নির্মান করে, পরে এ ভবন দেখিয়ে আরো বেশি অর্থ সংগ্রহ করতে থাকে, প্রথম দিকে সুষ্ঠুভাবে সঞ্চয় ও ঋণ কার্যক্রম চালালেও পরে গ্রাহকদের অর্থ ফেরত না দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা লাপাত্তা হয়ে যান। বর্তমানে প্রতিষ্ঠানটির অফিসও বন্ধ।গ্রাহকদের দাবি, তাদের প্রায় ৩ কোটির বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে।


প্রতারিতরা বার বার বিভিন্ন জনপ্রতিনিধি ও সমবায় অফিসারের কাছে গিয়ে ও কোন প্রতিকার পায় নি। বর্তমানে তারা উদাও হয়ে গেলে ও তাদের ভবন ১০/১২ টি ব্যবসা প্রতিষ্ঠান,ঠিক ঠাক মতো চলছে। প্রতি মাসে সেটা থেকে ভাড়া তুলে খরচ করছে , ভুক্তভোগী গ্রাহকগন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করে এ ভবন রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেয়ার ও ভবন সিলগালা করার জোর দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর